বেঙ্গালুরু, 29 মার্চ: কাদের সর্বকালের সেরা (Greatest of All Time) ক্রিকেটার মনে করেন বিরাট কোহলি ? আজ আরসিবি-র প্রকাশিত একটি ভিডিয়োতে সেই কথাই জানালেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ জানালেন এই দুই ক্রিকেটার ক্রিকেটের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছেন ৷ তাঁরা হলেন, সচিন তেন্ডুলকর এবং ভিভিয়ান রিচার্ডস ৷ একজন বিরাট কোহলির আদর্শ ৷ আর দ্বিতীয়জন সত্তর থেকে আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের তথা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার ৷ যার সামনে বিশ্বের তাবড় বোলাররা হার স্বীকার করে নিতেন ৷
বিরাট আরসিবি-র সেই বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সবসময় দু’জন ক্রিকেটারের নাম নিয়ে এসেছেন ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে ৷ তাঁরা হলেন, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ভিভিয়ান রিচার্ডস (Vivian Richards) ৷ বিরাট বলেন, ‘‘সচিন আমার নায়ক ৷ এই দুই ব্যাটার তাঁদের সময়ে ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেটে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন ৷ ক্রিকেট সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন ৷ আর সেই কারণেই আমি মনে করি এই দুই ক্রিকেটার সর্বকালের সেরা ৷’’
আর বিরাটের এই দাবির সঙ্গে সচিন এবং ভিভের ব্যাটিং পরিসংখ্যানও একই কথা বলবে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর মোটি 664 ম্যাচ খেলে 34 হাজার 357 রান করেছেন ৷ তাঁর গড় 48.52 ৷ একমাত্র ব্যাটার যিনি আন্তর্জাতিক স্তরে 100টি সেঞ্চুরি এবং 164টি হাফ সেঞ্চুরি করেছেন ৷ আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ক্রিকেটে 248 রানের অপরাজিত ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমি তথা বিশ্বের স্মৃতিতে রয়েছে ৷ তিনি প্রথম ব্যাটার যিনি ওয়ান ডে ইন্টারন্যাশনালে প্রথম 200 রান করেছিলেন ৷
আরও পড়ুন:শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
তেমনি রেকর্ডের মালিক ক্যারিবিয়ান জায়েন্ট কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের রয়েছে ৷ 70-80’র দশকের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারদের মধ্যে সবার উপরে ছিল তাঁর নাম ৷ ক্যারিবিয়ান আতঙ্কও বলা হত তাঁকে ৷ 1975 এবং 79 প্রথম দুই আইসিসি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভিভ ৷ 121 টেস্টে 8 হাজার 540 রান করেছেন তিনি ৷ টেস্টে তাঁর ব্যাটিং গড় 50.23 ৷ যেখানে 24টি সেঞ্চুরি এবং 45টি হাউ সেঞ্চুরি রয়েছে ভিভ রিচার্ডসের ৷ এমনকি 187 ওয়ান ডে-তে 6 হাজার721 রান করেছে 47.00 গড়ে ৷ রয়েছে 11 টি সেঞ্চুরি ও 45 টি হাফ সেঞ্চুরি ৷