বেঙ্গালুরু, 18 এপ্রিল: আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করায় বিরাট কোহলির 10 শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বিরাটের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আইপিএল কমিটির একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে আইপিএল-এর লেভেল ওয়ানের অপরাধ করেছেন বিরাট ৷ তাই তার বিরুদ্ধে আইপিএল বিধি 2.2 এর আওতায় ম্যাচ ফি-র 10 শতাংশ ফাইন করা হয়েছে ৷
তবে, বিরাট ঠিক কী আচরবিধি লঙ্ঘন করেছেন ? তা উল্লেখ করা হয়নি আইপিএল কর্তৃপক্ষের ওই বিবৃতিতে ৷ ম্যাচ রেফারির সিদ্ধান্ত ওই বিবৃতিতে চূড়ান্ত বলেও উল্লেখ করা হয়েছে ৷ এর বিরুদ্ধে কোনও আবেদন করা যাবে না ৷ তবে একটি সূত্র দাবি করেছে, শিবম দুবের উইকেট পড়ায় বিরাট তাঁর আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে ফেলেছিলেন ৷ যা কোথাও গিয়ে দৃষ্টিকটূ লেগেছে ম্যাচ রেফারির ৷ সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷ তবে, এই তত্ত্বের সত্যতা কতটা তা নিয়ে সংশয় রয়েছে ৷