শারজা, 24 সেপ্টেম্বর : অবশেষে রান পেলেন বিরাট কোহলি ৷ শুক্রবার ক্য়াপ্টেন কোহলি ও বাঁ-হাতি ওপেনর দেবদূত পারিক্কলের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ শারজায় প্রথম ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 156 রান তোলে আরসিবি ৷ তবে শুরুটা দারুণ করলেও শেষটা ভাল হয়নি বিরাটবাহিনীর ৷
শারজায় এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর আরসিবি-সিএসকে ম্যাচের টস হয় ৷ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ খেলা শুরু হয় ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ৷ শুরুটা দারুণ করেন আরিসিবি-র দুই ওপেনার কোহলি ও পারিক্কল ৷ প্রথম 10 ওভারে কোনও উইকেট না-হারানোয় রানের গতি বাড়াতে থাকেন আরসিবি ব্যাটাররা ৷ 11.1 ওভারে অর্থাৎ 67 বলে সেঞ্চুরিতে পৌঁছয় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ যারা প্রথম ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে মাত্র 92 রানে অল-আউট হয়ে গিয়েছিল ৷