বেঙ্গালুরু, 17 এপ্রিল: আরসিবি-র সাফল্যে বিরাট কোহলিকে অধিকাংশ কৃতিত্ব দিলেন সুনীল গাভাসকর ৷ কিংবদন্তি জানালেন, ওর আক্রমণাত্মক ইনিংসের কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাওয়ার প্লে-তে বড় রান করতে পারছে ৷ আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের একটি শো-তে 'লিটল মাস্টার' বিরাটের প্রশস্তি করেন ৷ উল্লেখ্য, সোমবার আইপিএলের সাউথ ইন্ডিয়ান ডার্বিতে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং সিএসকে ৷ ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ জিততে মরিয়া ফ্যাফ ডু'প্লেসিরা ৷
আইপিএল-এ এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে আরসিবি ৷ যেখানে 3 ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট ৷ আর প্রতি ম্যাচেই পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের বোলরদের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন বিরাট ৷ ফলে শুরুতেই বড় রানের ভিত তৈরি হয়েছে আরসিবি-র জন্য ৷ তা সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ হোক কিংবা দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে শেষ ম্যাচ ৷ শুরুতেই প্রতিপক্ষের সেরা বোলারের আক্রমণের জন্য বেছে নিচ্ছেন বিরাট ৷ আর কোহলির এই ব্যাটিং ভঙ্গিমার প্রশংসা করেছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর ৷