পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্নের কথা ‘বাজ’-কে জানিয়েছিলেন ভেঙ্কটেশ - কেকেআর

কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন ভেঙ্কটেশ আইয়ার ৷ সেই স্বপ্ন সত্যি হওয়ায় খুশি বাঁ-হাতি এই ব্যাটার ৷ এমনকি নাইট শিবিরে প্রথম বছরে ম্যাককালামকে সেই স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 18, 2023, 1:47 PM IST

কলকাতা, 18 এপ্রিল: ব্র্যান্ডন ম্যাককালাম থেকে ভেঙ্কটেশ আইয়ার ৷ কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় সেঞ্চুরি আসতে সময় লাগল 15 বছর ৷ ভেঙ্কটেশ আইয়ার কেকেআর-এর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির করেছেন ৷ তবে, হারের ধাক্কা তাঁর কৃতিত্বে আঁচ ফেলেছ ৷ ব্যক্তিগত সাফল্য দলের ব্যর্থতার অন্ধকারে চাপা পড়েছে ৷ যদিও, কেকেআর শিবির সামনে তাকাতে চায় ৷ ভেঙ্কটেশ আইয়ার নিজেও পরবর্তী লক্ষ্যের জন্য প্রস্তুত করছেন নিজেকে ৷ ইতিমধ্যে ব্যাটিং টেকনিকের উন্নতির জন্য সচিন তেন্ডুলকরের পরামর্শ নিয়েছেন ৷ সামনে আরও ম্যাচ রয়েছে ৷ নিজেকে নিংড়ে দিয়ে তৈরি করতে চান তার জন্য ৷

দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবার মাঠে নামবে কেকেআর ৷ নাইট শিবিরের সেঞ্চুরিয়ন ভেঙ্কটেশ আইয়ার জানাচ্ছেন, “সেঞ্চুরি পাওয়ার অনুভূতি অসাধারণ ৷ তবে, আরও ভালো লাগত যদি আমরা ম্যাচটা জিততে পারতাম ৷ আমি কেকেআর-এর জার্সিতে আইপিএল সেঞ্চুরি করার স্বপ্ন দেখেছিলাম ৷ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেটা করতে পেরে ভালো লাগছে ৷ পরেরবার চেষ্টা করব দলের জয়ে বড় ভূমিকা নিতে ৷” ইডেনের পর ওয়াংখেড়েতে হারের জেরে কলকাতা নাইট রাইডার্স কিছুটা হলেও টলমল ৷

অধিনায়ক নীতিশ রানা দলের বোলারদের সমালোচনা করেছেন ৷ ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরির মূল্য দিতে না পারার আক্ষেপ তাঁর গলায় ৷ তবে, ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে নামার আগে জোড়া হারের ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে নাইটরা ৷ আজ থেকে চন্দ্রকান্ত পণ্ডিত দিল্লি ম্যাচের প্রস্তুতি শুরু করবেন ৷ টানা পাঁচ হারে বিপর্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের দিল্লি তাদের ঘরের মাঠে প্রত্যাঘাতের চেষ্টা করবে ৷ তাই কেকেআরও সতর্ক ৷

প্রথম বছরে ম্যাকালামকে সেই স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি (ছবি সৌজন্যে: নাইট ক্লাব)

ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন, তিনি যখন প্রথমবার কেকেআর দলে এসেছিলেন, তখন চেন্নাইয়ে ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে কথা হয়েছিল ৷ তাঁর কাছে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানতে চেয়েছিলেন ‘বাজ’ ৷ সেইসময় দ্বিতীয় ব্যক্তি হিসেবে কেকেআর-এর হয়ে আইপিএলে সেঞ্চুরি করতে চান বলে জানিয়েছিলেন ভেঙ্কটেশ ৷ তাঁর লক্ষ্যের কথা শুনে ম্যাকালাম জানিয়েছিলেন, লক্ষ্যে স্থির থেকে ব্যাট করে যেতে ৷ সেবার তিনি সেঞ্চুরি করতে পারেননি ৷ তবে, শেষ পর্যন্ত লক্ষ্যপূরণ হওয়ায় খুশি ৷ গতবছর খারাপ ফর্ম এবং গোড়ালির চোটে কাবু হয়ে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ তবে, ভেঙে না পড়ে পুরো পরিস্থিতিটা উপভোগ করেছিলেন।

আরও পড়ুন:মাঠে নিজেকে মেলে ধরুক অর্জুন, সেটাই চেয়েছিলেন বাবা সচিন

কেকেআর ব্যাটার জানান, একজন অ্যাথলিটের জীবনে ভালো খারাপ দুটো সময়ই আসে ৷ গতবছর রান পাননি ৷ পাশাপাশি গোড়ালির চোটে ভুগছিলেন ৷ চিকিৎসক তাঁকে ফিট হয়ে মাঠে ফেরার ব্যাপারে আশ্বস্ত করতে পারেননি ৷ আর তিনি রান না পাওয়ার থেকেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ব্যাপারে চিন্তিত ছিলেন ৷ কারণ একজন ক্রিকেটারের কাছে সেটাই গুরুত্বপূর্ণ ৷ তবে, পার্পল জার্সিতে খেলতে পারার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ৷

ক্রিকেটে ‘নার্ভাস নাইন্টি’ কথাটি প্রচলিত ৷ নব্বইয়ের ঘরে ঢুকে পড়লেই ব্যাটারদের মধ্যে সেঞ্চুরির বিষয়টি কাজ করে ৷ ভেঙ্কটেশের ক্ষেত্রেও কি মুম্বই ম্যাচে তেমন হয়েছিল ? জানালেন, তিনি স্কোরবোর্ডের দিকে ব্যাট করেননি ৷ টি-20 ক্রিকেটে ব্যক্তিগত নজিরের চেয়েও দলের স্বার্থ সবার আগে ৷ মনের মধ্যে ছিল স্কোরবোর্ডে 15- 20 রান কম রয়েছে ৷ সবদিক থেকে সেঞ্চুরির বিষয়টি মাথায় ছিল না তাঁর ৷ শেষ পর্যন্ত তা অ্যাচিভ করতে পেরে ভালো লেগেছে বলে জানান ভেঙ্কটেশ ৷

ABOUT THE AUTHOR

...view details