পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট - উইসেন বোল্ট

দৌড় প্রতিযোগিতায় কে সেরা? বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সকে সেটা মনে করিয়ে দিলেন উইসেন বোল্ট ৷ আর বোল্টের টুইটারে এই সাবধান বাণীকে ঘিরেই হইচই সোশ্যাল মিডিয়ায় ৷

usain-bolt-challenges-virat-kohli-ab-de-villiers
কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট

By

Published : Apr 8, 2021, 3:46 PM IST

কলকাতা, 8 এপ্রিল : তিনিই যে এখনও পর্যন্ত বিশ্বের দ্রুতগতির মানব ৷ সেটাই এবার মনে করিয়ে দিলেন প্রাক্তন জ্যামাইকান স্প্রিন্টার উইসেন বোল্ট ৷ বিষয়টি মনে করিয়ে দিলেন আরসিবির দুই ব্য়াটিং স্তম্ভ এবি ডি’ভিলিয়ার্স এবং বিরাট কোহলিকে ৷ আরসিবির জার্সি গায়ে বোল্ট নিজের সিগনেচার স্টাইলে ছবি পোস্ট করে লেখেন, ‘‘চ্যালেঞ্জার্স, আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমিই এখনও বিশ্বের দ্রুততম বিড়াল ৷

প্রসঙ্গত, গত 30 মার্চ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে একটি দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানান ৷ যা নিয়ে এবি এবং বিরাটের মধ্যে টুইটারেই একটা দ্বৈরথ চলে ৷ তার প্রেক্ষিতেই বিরাট ও এবি ডি’ভিলিয়ার্সকে মজা করেই একটি টুইট করেন উইসেন বোল্ট ৷ তিনি সেই টুইটে লেখেন, ‘‘চ্যালেঞ্জার্স, আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনও বিশ্বের দ্রুততম বিড়াল ৷’’ যে টুইটে তিনি এবি ডি’ভিলিয়ার্স, বিরাট কোহলি এবং আরসিবিকে ট্যাগও করেন ৷ সেই সঙ্গে আরসিবির জার্সি গায়ে নিজের সিগনেচার স্টাইলে ছবি পোস্ট করেন বোল্ট ৷

আরও পড়ুন : প্রতিদ্বন্দ্বী ধোনির থেকে শিক্ষা নিতে চান পন্থ

জ্যামাইকান দৌড়বীরের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় ৷ যেখান থেকে কার্টনি ওয়ালশ সহ বহু নামী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ৷ প্রসঙ্গত, বেজিং অলিম্পিকে 100 মিটারের স্প্রিন্ট 9.58 সেকেন্ডে শেষ করেন বোল্ট ৷ যা এখনও পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড ৷

ABOUT THE AUTHOR

...view details