দুবাই, 4 অক্টোবর : বোর্ডের ঘরোয় ক্রিকেট খেলার অভিজ্ঞতা তেমন নেই। কিন্তু আইপিএল অভিষেকেই নজর কাড়লেন উমরান মালিক। রবিবার দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধ বল হাতে আগুন ঝরালেন সানরাইজার্স হায়দরাবাদের জুম্মু-কাশ্মীরের 21 বছরের পেসাস ৷ নাইটের বিরুদ্ধে ঘণ্টায় 151.03 কিলোমিটার বেগে বল করে রেকর্ড গড়লেন উমরান ৷ চলতি আইপিএলে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে রেকর্ড বুকে নাম তুললেন এই নতুন স্পিড-স্টার।
কেকেআর-এর বিরুদ্ধে তাঁর মাঠে নামা নিয়েই সংশয় ছিল ৷ কিন্তু সুযোগ পেয়েই কামাল করলেন উমরান ৷ নাইদের বিরুদ্ধে উইকেট না-পেলেও তাঁর বলের গতি নজর কেড়েছে বিশেষজ্ঞদের ৷ উমরানের প্রশংসা শোনা গিয়েছে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়। আইপিএলে দ্রুততম ভারতীয় পেসার উমরানের প্রশংসা করে উইলিয়ামসন বলেন, "উমরান দারুণ জোরে বল করে। ওর সুযোগ পাওয়াটা উচিত ছিল। নেটে আমি ওর বল খেলেছি ৷ লং রান-আপ নিয়ে বল করে। আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ না-থাকায় ওকে সুযোগ দিই। বাকি ম্যাচগুলোতেও ওকে খেলাতে চাই ৷"
চতুর্দশ আইপিএলে নেট বোলার হিসেবে মরু শহরে পাড়ি দিয়েছিলেন উমরান ৷ টুর্নামেন্ট শুরু হওয়ার পর সানরাইজার্স পেসার টি নটরাজন কোভিড-19 আক্রান্ত হওয়ার পর পরিবর্ত হিসেবে উমরানকে দলে নেয় হায়দরাবাদ ৷ ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই জম্মু-কাশ্মীরের এই জোরে বোলারের ৷ আইপিএল অভিষেকের আগে 1টি মাত্র লিস্ট-এ এবং 1টি টি-20 ম্যাচ খেলেন উমরান। কোনও প্রথমশ্রেণির ম্যাচ খেলেননি তিনি। টি-20 ক্রিকেটে 3টি ও লিস্ট-এ ক্রিকেটে 1টি মিলিয়ে মোট 4টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এই পেসারকে নেট-বোলার হিসেবেই স্কোয়াডের সঙ্গে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
আরও পড়ুন :আইসিসি-র বড় সিদ্ধান্ত, 70 শতাংশ দর্শকের উপস্থিতিতে হবে বিশ্বকাপের যুদ্ধ
চতুর্দশ আইপিএলে উমরানের আগে দ্রুততম পেসার ছিলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ ৷ ঘণ্টায় 147.68 কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি ৷ রবিবার সিরাজকে টপকে যান উমরান ৷ পাশাপাশি চলতি আইপিএলের তৃতীয় দ্রুততম বোলার হলেন তিনি। উমরানের থেকে বেশি গতিতে বল করেছেন কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন ও দিল্লি ক্যাপিটালসের অ্যানরিচ নটর্জে।