কলকাতা, 21 মে: 9 ওভারের মধ্যে 177 রান তুলতে পারলেই প্লে-অফে ওঠার আশা টিকে থাকত কেকেআর-এর ৷ কিন্তু, তা যে প্রায় অসম্ভব তা লখনউ সুপার জায়ান্টসের ইনিংস শেষ হতেই বোঝা গিয়েছিল ৷ তবুও, ইডেন দেখতে চেয়েছিল নাইটদের মাটি কামড়ানো লড়াই ৷ দেখতে চেয়েছিল চেজমাস্টার হয়ে ওঠা রিঙ্কু সিংয়ের প্রত্যাঘাত ৷ 33 বলে অপরাজিত 67 রান করে রিঙ্কু বুঝিয়েছেন কেন তিনি এখন দলের আস্থার মাপকাঠি !
ইডেন তাই গভীর রাতেও ‘রিঙ্কুর্নিশ’ করতে ভোলেনি ৷ মাঝারি উচ্চতার কুস্তিগীরের মত চেহারা রিঙ্কুর ৷ সংবাদমাধ্যমের সামনে আসলে কিছুটা গুটিয়ে যান ৷ সব প্রশ্নের উত্তরে এখন ফুটে ওঠে মাটিতে পা রাখা একজন মানুষের ছবি ৷ এবারের মতো নাইটদের আইপিএল শেষ ৷ রিঙ্কু জানাচ্ছেন, শেষ নয় ৷ তিনি দ্রুত নতুনভাবে প্রস্তুতি শুরু করতে চান ৷ কেকেআর-এর প্রাক্তন সহকারী কোচ সাইমন কাটিচ বলেছেন, ‘‘ভারত তাদের ভবিষ্যতের তারকা পেতে চলেছে ৷’’ দু’বছর আগে দলের সঙ্গে ছিলেন ৷ সেইসময় রিঙ্কু সিং-নীতীশ রানাদের পরিশ্রম নজর কেড়েছিল তাঁর ৷
রিঙ্কুর চলতি আইপিএল-এর ধারাবাহিক পারফরম্যান্স তারই ফল বলে মনে করেন কাটিচ ৷ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, নির্বাচকদের এবার রিঙ্কুকে নিয়ে ভাবা উচিত ৷ নির্বাচকদের বিবেচনায় তিনি ঢুকে পড়েছেন কি না, তার উত্তর দেবে সময় ৷ তবে, কেকেআর এর চেজমাস্টার বলছেন, “প্রশংসা শুনতে ভালোলাগে ৷ ভারতীয় দল নিয়ে চিন্তা করছি না ৷ এবারের আইপিএল শেষ ৷ আবার আগের মতোই পরিশ্রম শুরু করে দেব ৷ এখানেই থামছি না ৷”