নয়াদিল্লি, 13 এপ্রিল : আইপিএলে অংশ নেওয়া সব দলকে কোভিডের আরটি-পিসিআর টেস্ট করাতে হবে ৷ সেই সঙ্গে আইপিএল-র সঙ্গে জড়িত সব বিভাগের সদস্যদের এবার কোভিড টেস্ট বাধ্য়তামূলক করা হয়েছে ৷ যেখানে দেশের চতুর্থ সবচেয়ে বড় প্যাথলজ়ি সংস্থা নিউবার্গ ডাইগনস্টিকস প্রাইভেট লিমিটেড-কে দিয়ে এই আরটি-পিসিআর পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ৷
করোনার সংক্রমণে এই মুহূর্তে লাগাম পরানো সম্ভব হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে চেন্নাই ও মুম্বই-তে আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ যেখানে ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও বিদেশি ক্রিকেটাররাও বায়ো-সিকিওর বাবলের মধ্যে রয়েছেন ৷ তবে, যে হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে এবার বায়ো-সিকিওর বাবলকেও ভরসা করতে পারছে না আয়োজকরা ৷ আর তাই টুর্নামেন্ট চলাকালীন নিয়মিত কোভিড টেস্ট করানো হবে আইপিএলে অংশ নেওয়া প্রতিটি দলের সদস্য থেকে ম্যাচ আয়োজনে যুক্ত সবার ৷ এমনকি সেই তালিকায় থাকছে হোটেলের কর্মীরাও ৷