কলকাতা, 6 ফেব্রুয়ারি: গজিয়ে ওঠা একাধিক টি-20 লিগে ক্রিকেটারদের খেলার লোভ খুবই সাময়িক ৷ খুব বেশিদিন তা স্থায়ী হবে না ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ আর এই লড়াইয়ে টিকে থাকবে কেবলমাত্র আর্থিকভাবে স্বচ্ছল হাতেগোনা কয়েকটি টি-20 লিগ (T20 Leagues with Cricketing Ecosystem will Survive) ৷ সোমবার কলকাতায় একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সৌরভ ৷
উল্লেখ্য, ব্যাঙের ছাতার মতো বিশ্বজুড়ে টি-20 লিগ গজিয়ে উঠেছে ৷ আইপিএল, বিগ ব্যাশের পর ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়র লিগ, পাকিস্তান প্রিমিয়র লিগ এবং বাংলাদেশ প্রিমিয়র লিগের মতো টি-20 টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ আর গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দুবাই এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ হালের সংযোজন ৷ আর এই সব ক্রিকেট লিগগুলিতে খেলার জন্য ঝাপিয়ে পড়ছেন বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ৷ আর এবছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একটি লিগ শুরু হওয়ার কথা ৷
তবে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এত টি-20 লিগ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সৌরভ ৷ তাঁর মতে, সেগুলিই থেকে যাবে যাদের আর্থিক কোনও সমস্যা নেই ৷ প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, এত টি-20 লিগের ভিড়ে আগামিদিনে ক্রিকেটাররা দেশের জার্সি পড়তে আগ্রহ দেখাবেন তো ? নাকি টি-20 লিগ খেলে বেশি পয়সা উপার্জনের পথে এগোবেন ?