পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: বাটলার-যজস্বী-সঞ্জুর হাফসেঞ্চুরি, সানরাইজার্সের সামনে 204 রানের লক্ষ্য - সানরাইজার্স হায়দরাবাদ

পাওয়ার প্লে-তে দারুণ শুরু করল রাজস্থান রয়্যালস ৷ যজস্বী জয়সওয়াল এবং জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো দিশেহারা সানরাইজার্স হায়দরাবাদ ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 2, 2023, 3:57 PM IST

Updated : Apr 2, 2023, 5:35 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: 2023 আইপিএল-এর প্রথম ম্যাচে পাওয়ার হিটিং শো রাজস্থান রয়্যালসের ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টপ-অর্ডারের আক্রমণাত্মক পারফর্মেন্সে ভর করে প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 203 রান তুলল রয়্যালসরা ৷ পাওয়ার প্লে-তে জস বাটলার (22 বলে 54 রান) শো-এর পর, মিডল ওভারে যজস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন হায়দরাবাদ বোলারদের রিমান্ডে নেন ৷ এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার ৷ কিন্তু, হায়দরাবাদের বোলাররা রান আটকাতে ব্যর্থ হয়েছেন ৷

এ দিন পাওয়ার প্লে-তে জস বাটলার এবং যজস্বী জয়সওয়াল (37 বলে 54 রান) 85 রান তোলেন ৷ পাওয়ার প্লে-র শেষ ওভারের পঞ্চম বলে বাটলার আউট হন ৷ এর পর অধিনায়ক সঞ্জু (32 বলে 55 রান) এবং যজস্বী রাজস্থানের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ কিন্তু, হায়দরাবাদের পাটা উইকেটে রাজস্থানকে 200 রানের গণ্ডি পেরনো থেকে আটকাতে পারেনি সানরাইজার্সরা ৷ এ দিন সিমরন হেটমায়ার এবং রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থাকেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে উইকেট পেয়েছেন ফাজালক ফারুকি 2টি, টি নটরাজন 2টি এবং উমরান মালিক 1টি ৷ বাকি সব বোলারের উইকেটে কলাম এ দিন খালি ছিল ৷

এ দিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করলেন ময়াঙ্ক আগরওয়াল ৷ গতবার পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে তাঁর পারফর্ম্যান্স খুব একটা ভালো ছিল না ৷ মূলত ভারতীয় ব্যাটারদের উপরেই ভরসা রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি ৷ ময়ঙ্কের সঙ্গে রয়েছেন অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী ৷ এই দু’জনেই হায়দরাবাদের হয়ে গত সিজনে প্রভাবিত করেছিলেন ৷ মিডল অর্ডারে থাকছেন ইংল্যান্ডের নয়া সেনশেসন হ্যারি ব্রুক ৷ উইকেট কিপিংয়ের দায়িত্বে রয়েছেন কিউয়ি ব্যাটার গ্লেন ফিলিপস ৷

সানরাইজার্সের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে জস বাটলার

বল হাতে অধিনায়ক ভুবনেশ্বর কুমারের পাশাপাশি রয়েছেন ভারতীয় স্পিড-স্টার উমরান মালিক ৷ টি নটরাজন এবং ফাজালক ফারুকি রয়েছেন মিডিয়াম পেসারের ভূমিকায় ৷ হায়দরাবাদ স্পিনার খেলিয়েছে ওয়াশিংটন সুন্দর এবং আদিল রাশিদকে ৷ সব মিলিয়ে পেস ও স্পিনের একটা ভারসাম্য বোলিংয়ে রাখা হয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে একজন অতিরিক্ত ব্যাটারও খেলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ ৷

আরও পড়ুন:রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বিরাট-রোহিত

অন্যদিকে, গতবারের রানার আপ রাজস্থান রয়্যালস শিবিরেও ভারসাম্য রয়েছে প্রথম একাদশে ৷ যজস্বী জয়সওয়াল এবং জস বাটলার রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছেন ৷ দুই ব্যাটার মিলে শুরুটা ভালোই করেছেন রাজস্থানের হয়ে ৷ তিন নম্বরে রয়েছে অধিনায়ক সঞ্জু স্যামসন, চার নম্বরে দেবদত্ত পাড়িক্কল ৷ সিমরন হেটমায়ার এবং রিয়ান পরাগ মিডল অর্ডারের দায়িত্বে রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডারকে লোয়ার অর্ডারে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে ৷ বোলিংয়ে ট্রেন বোল্ট, কেএম আসিফ, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল রাজস্থানের প্রধান অস্ত্র ৷ পঞ্চম বোলার হিসেবে জেসন হোল্ডার থাকলেও, দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বাড়তি বোলার খেলাতে পারবে রাজস্থান ৷ সেখানে রজওয়ারদের কাছে নভদ্বীপ সাইনি, সন্দীপ শর্মা এবং মুরুগন অশ্বিন রয়েছে বিকল্প হিসেবে ৷

Last Updated : Apr 2, 2023, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details