লখনউ, 7 এপ্রিল: টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে স্কোর বোর্ড বড় রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ ৷ পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে 43 রান তুললেও নিয়মিত উইকেট হারানোয় রানের গতি কমতে থাকে ৷ দলের হাফ-সেঞ্চুরি আসে 7.4 ওভারে ৷ মাত্র 55 রানে চার উইকেট হারায় হায়দরাবাদ ৷ শুধু তাই নয়, 15 ওভারেই একশোর গণ্ডি ছুঁতে পারেনি সানরাইজার্স ৷ চার উইকেট হারিয়ে মাত্র 83 রান তোলে নিজামের শহরের দল ৷ সেখান থেকেনির্ধারিত 20 ওভারে 8 উইকেটে মাত্র 121 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ ৷
ওপেনার আনমলপ্রীত সিং 26 বলে 31 রান করেন ৷ তবে সানরাইজার্সের হয়ে সর্বাধিক 34 রান করেন রাহুল ত্রিপাটি ৷ হায়দরাবাদের মাত্র চার ব্যাটার দুই অংকের রানে পৌঁছন ৷ লখনউ সুপার জায়ান্টসের সফলতম বোলার ক্রুণাল পান্ডিয়া ৷ চার ওভার হাত ঘুরিয়ে 18 রান খরচ করে তিন উইকেটে নেন তিনি ৷ অমিত মিশ্র নেন 2টি উইকেট ৷
শুক্রবার আইপিএল 2023-এর দশম ম্যাচে মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ । ঘরের মাঠে অবশ্য টসে হেরেছেন লখনউ অধিনায়ক কেএল রাহুল । টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিজামের শহরের নেতা এইডেন মার্করাম ।
প্রথম ম্যাচে দিল্লিকে বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে লখনউ । অন্যদিকে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে পর্যুদস্ত হয়েছে হায়দরাবাদ । নিজামদের ঘরের মাঠে ঢুকে 'বধ' করেছে রয়্যালসরা । 72 রানের বিরাট ব্যবধানে ওই ম্যাচ জিতেছিল মরুশহর । এই অবস্থায় লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে মুখোমুখি দুই দল ।