পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আগামী আইপিএল হায়দরাবাদের জন্য ভাল সুযোগ অপেক্ষা করছে - T 20

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জন্য ভাল সুযোগ অপেক্ষা করছে। এবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চান জনি বেয়ারস্ট্রোরা। তিনি বলেন, আইপিএল হল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে থাকেন।

English cricketer
Jonny Bairstow

By

Published : Mar 27, 2021, 5:19 PM IST

পুণে,27 মার্চ: চলতি বছরের আইপিএল ফ্রেঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের জন্য ভাল সুযোগ অপেক্ষা করছে বলে জানালেন দলের ক্রিকেটার জনি বেয়ারস্ট্রো। গত ত্রয়োদশতম আইপিএলে হায়দরাবাদ তৃতীয় স্থানে শেষ করেছিল। এবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বলেও উল্লেখ করেন তিনি । গতবছর ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে দল ভাল জায়গায় শেষ করেছিল । এবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চান বেয়ারস্ট্রোরা।

বেয়ারস্ট্রো বলেন, আইপিএল হল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে থাকেন। আমিও সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে যোগ দেব আগামী সপ্তাহে। দ্বিতীয় একদিনের ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই বার্তাই দেন ইংল্যান্ড ক্রিকেটার জনি। আমি খুবই উৎসাহিত আইপিএল খেলার জন্য। গত মরসুমে আমরা ভাল খেলেছি। আসন্ন মরসুমে আরও ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো

গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে সিরিজে সমতা ফেরায় ব্রিটিশরা। দলকে জয়ের জন্য সেঞ্চুরি এনে দেয় জনি বেয়ারস্ট্রো (124 বল খেলে 112 রান)। বেন স্টোকস করেন 99 রান। 337 রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাটে জয়ের জন্য দু'জনেই দলকে যোগ্য সঙ্গত দেয়। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে 11 টি সেঞ্চুরি করেছেন বেয়ারস্ট্রো। ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি। ওপেনিংয়ে সেঞ্চুরিতে 6টি দেশের থেকে দূরে রয়েছেন ইংরেজ ব্যাটসম্যান। রবিবার একদিনের ম্যাচে জয়ের লক্ষ্যে নামবে ভারত-ইংল্যান্ড দু'দলই।

ABOUT THE AUTHOR

...view details