মুম্বই, 20 এপ্রিল : অধিনায়ক হিসাবে হলুদ জার্সিতে খেলতে নেমেছিলেন 200 তম ম্যাচ ৷ জয় ছিনিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ৷ রাজস্থানকে 45 রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সুপার কিংস ৷
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে 200 তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে 17 বলে মাত্র 18 রান করে সাকারিয়ার বলে ফেরেন তিনি ৷ সিএসকের হয়ে সর্বোচ্চ 33 রান করেন ফাফ ডুপ্লেসি ৷ এছাড়া মইন আলি, সুরেশ রায়না ও অম্বাতি রায়ডু করেন যথাক্রমে 26, 18 ও 27 রান ৷ শেষদিকে স্যাম কুরানের 6 বলে 13 রান এবং ব্রাভোর 8 বলে 20 রানের অপরাজিত ইনিংসের দৌলতে 9 উইকেট হারিয়ে 188 রান করে চেন্নাই ৷ চেতন সাকারিয়া 3 টি, মরিস 2 টি এবং মুস্তাফিজুর ও তেওয়াটিয়া একটি করে উইকেট নেন ৷
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালই করেছিল ওপেনার মনন ভোহরা এবং জশ বাটলার ৷ 30 রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান ৷ ব্যক্তিগত 14 রানের মাথায় ভোহরাকে ফেরান স্যাম কুরান ৷ অধিনায়ক সঞ্জু তেমন কিছু করতে পারেননি ৷ মাত্র 1 রান করে ফের কুরানের শিকার হন সঞ্জু ৷ দুবে এবং বাটলারের পার্টনারশিপ ভাঙেন জাদেজা ৷ অর্ধশতরান থেকে মাত্র এক রান আগে জাদেজার বলে বোল্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাটলার ৷ তখন স্কোরবোর্ডে রানের সংখ্যা 87, এবং উইকেটের সারণিতে 3 ৷ এরপর কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায় রাজস্থানের ইনিংস ৷ রানের সংখ্যা 95 হতে হতে রাজস্থান হারায় 7 উইকেট ৷ এই সময় মিলার, রিয়ান পরাগ এবং মরিশকে সাজঘরের রাস্তা দেখান মইন আলি ৷ এরপর তেওয়াটিয়ার 20 এবং উনাদকটের 24 রান যথেষ্ট ছিল না রাজস্থানকে জয় দেওয়ার জন্য ৷ নির্ধারিত 20 ওভারে 143 রান করে রয়্যালস, হারায় 9 উইকেট ৷
আরও পড়ুন : ফাইনালের বদলা নাকি আরও এক জয়, চিপক থাকবে কার দখলে ?
চেন্নাইয়ের হয়ে কারেন এবং জাদেজা দুটি করে এবং মইন আলি তিনটি উইকেট নেন ৷ উল্লেখ্য, স্যার জাদেজা দুটি উইকেট নেওয়ার পাশাপাশি চারটি ক্যাচ ধরেন ৷ 45 রানে ম্যাচ জিতে রান রেটের দিক থেকে অনেকটা এগিয়ে যায় মহেন্দ্র সিংহ ধোনির দল ৷ একই সঙ্গে তাঁরা পৌঁছে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ৷