কলকাতা, 11 অক্টোবর:ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকতে চলেছে তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই (BCCI President Election 2022) । সেই মহারণের আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে সঙ্গে নিয়ে সোমবার দিল্লি পৌছে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আরও একবার বোর্ডের ব্যাটন তাঁর হাতে থাকবে নাকি সভাপতি পদে অন্য কাউকে দেখা যাবে এটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রশ্ন ।
সূত্রের খবর, রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আজ মঙ্গলবার মুম্বই উড়ে যাবেন 'দাদা'। সেখানে যোগ দেবেন বোর্ডের শীর্ষ পদাধিকারীদের বৈঠকে । এই বৈঠকের সবিশেষ তাৎপর্য রয়েছে । 18 তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে এই বৈঠক কার্যত সেমিফাইনাল । বিসিসিআইয়ের মুখ কে হবেন ? তাঁর সঙ্গেই বা কে কে থাকবেন সেটা অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে আজকের বৈঠকে (Sourav to participate in a crucial BCCI meeting in Mumbai) ।
আরও পড়ুন: অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের
জয় শাহ, অরুণ ধুমল,রাজীব শুক্ল,রোহন জেটলিরা মুম্বই পৌছে গিয়েছেন । পৌছে গিয়েছেন রজার বিনিও। সৌরভ কোনওভাবে সভাপতি না হলে বিনির কাছেই দায়িত্ব যেতে পারে বলে শোনা যাচ্ছে । বলা ভালো বোর্ডের যে অংশ সৌরভকে আর সভাপতি হিসেবে চাইছেন না বিনি তাঁদেরই বাজি ।
বৈঠকেের আলোচ্য কী কী ?