পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Venkatesh Iyer: আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে বাঁ হাতে ব্যাটিং শুরু করেন আইপিএল’র নয়া সেনশেসন ভেঙ্কটেশ আইয়ার ৷ দাদার বড় ভক্ত ভেঙ্কটেশ তাঁকে দেখেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন বলে জানালেন ৷

sourav-ganguly-has-played-huge-role-in-my-batting-want-to-replicate-his-style-says-venkatesh-iyer
আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

By

Published : Sep 24, 2021, 1:01 PM IST

Updated : Sep 24, 2021, 1:50 PM IST

দুবাই, 24 সেপ্টেম্বর : তাঁর ব্যাটিং স্টাইল অনুপ্রাণিত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারা ৷ এমনটাই জানালেন কলকাতা নাইট রাইর্ডাসের তরুণ ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় লেগে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফরমেন্স করছে ৷ প্রথম দুই ম্যাচে বেঙ্গালুরু এবং মুম্বইকে হেলায় হারিয়েছে কেকেআর ৷ আর সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রেদেশের এই বাঁ হাতি ব্যাটার ৷ বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের বিশ্বমানের পেস আক্রমণের বিরুদ্ধে 30 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি ৷ যার পরেই আলোচনায় উঠে এসেছে এই তরুণ ব্যাটার ৷

আর নিজের অসাধারণ ব্যাটিং পারফরমেন্স নিয়ে একটি কেকেআরে তাঁর সতীর্থ রাহুল ত্রিপাঠীর সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন ভেঙ্কটেশ ৷ যে সাক্ষাৎকারটি আইপিএল এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে ৷ সেখানে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘‘সত্যি কথা বলতে কেকেআরই সেই ফ্র্যাঞ্চাইজি ছিল, যার হয়ে আমি প্রথম আইপিএল খেলতে চেয়েছিলাম ৷ আর তার মূল কারণ কেকেআরের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর ফ্র্যাঞ্চাইজি আমাকে নেওয়ার পর আমার স্বপ্ন সত্যি হয়েছে ৷ সবাই আমাকে হাসি মুখে স্বাগত জানিয়েছেন এবং আমাকে অনেক উপহার দিয়েছে ৷ আমি দাদার একজন বড় অনুরাগী ৷ ওঁর বিশ্বের লক্ষ লক্ষ অনুরাগী আছে, আর তাঁদের মধ্যে আমি একজন ৷ আমার ব্যাটিংয়ে তাঁর একটা বড় অবদান রয়েছে ৷’’

আরও পড়ুন : IPL 2021 MI vs KKR : মুম্বই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারাল কলকাতা

ওই সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার আরও বলেন, ‘‘আমি যখন খুব ছোট ছিলাম তখন ডান হাতে ব্যাট করতাম ৷ কিন্তু, আমি পুরোপুরিভাবে দাদাকে অনুসরণ করতে চাইতাম ৷ যেভাবে তিনি ছয় মারতেন এবং যেভাবে ব্যাটিং করতেন ৷ অজ্ঞানতায় হলেও, তিনি আমার জীবনে বড় ভূমিকা পালন করেছেন ৷ আমি নিজের সুযোগের অপেক্ষায় ছিলাম এবং আমি জানতাম যে, আমার সুযোগ আসবে ৷’’

আরও পড়ুন : T20 WC Anthem : টি-20 বিশ্বকাপের অ্যানথেম প্রকাশ আইসিসি-র, অ্যানিমেশনে পোলার্ড-কোহলি দ্বৈরথ

প্রসঙ্গত, গতকাল আবুধাবিতে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় কলকাতার অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ কুইনটন ডি’ককের 55 রান এবং শেষে কায়রন পোলার্ডের 21 রানের দৌলতে 6 উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ৷ জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে কেকেআর ৷ ওপেনার শুভমান দিল 13 রান করে আউট হয়ে গেলেও, ভেঙ্কটেশ আইয়ার (30 বলে 53 রান) এবং রাহুল ত্রিপাঠী (42 বলে 74 রান নট আউট) কলকাতাকে জয়ের রাস্তায় নিয়ে যায় ৷ মাত্র 15.1 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 159 রান তুলে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স ৷

Last Updated : Sep 24, 2021, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details