আমেদাবাদ, 26 মে: শুভমন গিল । ক্রিকেট গ্রহে তারকা-উদয় আগেই হয়েছিল । এবার যত দিন যাচ্ছে, আলোকচ্ছটায় তত উজ্জল হচ্ছেন পঞ্জাব তনয় । আইপিএলে'র সবচেয়ে ধারাবাহিক দলের বিরুদ্ধে নেমে ফের জাত চেনালেন গিল । তিন ম্যাচে সেঞ্চুরি করে ফ্র্যাঞ্চাইজি লিগে নয়া ইতিহাস গড়ে ফেললেন ডানহাতি ব্যাটার । 49 বলে 100-রানের গণ্ডি পেরিয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার ।
এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট, ওডিআই, টি-20 এবং আইপিএলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন আগেই । বুঝিয়ে দিয়েছিলেন, তিনি রাজ করতেই এসেছেন । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমনের ব্যাট যেন সে কথাই ফের মনে করিয়ে দিল । এই ম্যাচের আগে 730 রানে কমলা টুপি ছিল ফ্যাফ ডু'প্লেসির মাথায় । গিলের নামের পাশে ছিল 722 রান । এদিন তা টপকে কমলা টুপি নিশ্চিৎ করে ফেললেন গিল ।
এদিন দ্বিতীয় কোয়ালিফায়ারের শুরু থেকেই চাপে ছিল গুজরাত । দুরন্ত বলে বারবার ঋদ্ধিমান সাহা, শুভমন গিলকে পরাস্ত করছিল মুম্বই বোলাররা । যদিও 10 ওভারের পর থেকেই শুরু হয় গিলের ব্যাটিংয়ের মাস্টার ক্লাস ৷ কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, কাট, লেট-কাট, পুল, অন-ড্রাইভ, শর্ট-অন জ্যাব কোনও শট বাদ যায়নি ৷ 7টি বাউন্ডারি এবং 10টি ওভার বাউন্ডারি মেরে 60 বলে 129 রানে ইনিংস খেলেছেন শুভমন গিল ৷ প্রতিপক্ষের ডাগ-আউটে বসে তা দেখলেন সচিন তেন্ডুলকর ।
আইপিএল-এ এখনও পর্যন্ত মোট 838 রান করেছেন শুভমন গিল ৷ যা আইপিএলে এক মরশুমে মোট রানের নিরিখে তৃতীয় ৷ এক নম্বরে আছেন বিরাট কোহলি ৷ 2016 মরশুমে 973 রান করেন তিনি ৷ গত মরশুমে 863 রান করেন জস বাটলার । অর্থাৎ, যদি এই ম্যাচ গুজরাত জেতে তাহলে এক নম্বরে আসতে শুভমনের দরকার 135 রান । ইতিমধ্যেই আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে কোনও সিজনে সর্বাধিক রান করার রেকর্ড গড়ে ফেলেছেন গিল ৷
আরও পড়ুন: অনবদ্য সিএসকে, দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি'