পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shardul Thakur in KKR: নাইট শিবিরে শার্দূল, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স ও বিলিংস - Pat Cummins

আইপিএল ট্রান্সফার উইন্ডোতে (IPL Transfer Window) একের পর এক চমক দিচ্ছে কেকেআর ৷ লকি ফার্গুসন এবং রহমানুল্লাহ গুরবাজের পর এবার দিল্লি ক্যাপিটালস থেকে অখ্যাত আমন খানের বদলে শার্দূল ঠাকুরকে দলে নিল নাইটরা (Shardul Thakur from Gujarat Titans to KKR) ৷ অন্যদিকে, আগামী বছরের আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিলেন প্যাট কামিন্স (Pat Cummins) এবং স্যাম বিলিংস (Sam Billings) ৷

Shardul Thakur from Gujarat Titans to KKR in IPL Transfer Window
Shardul Thakur from Gujarat Titans to KKR in IPL Transfer Window

By

Published : Nov 15, 2022, 12:38 PM IST

কলকাতা, 15 নভেম্বর: গতবারের মেগা নিলামের পর, এ বছর থেকে আইপিএলে প্রথমবারের জন্য প্লেয়ার ট্রান্সফার উইন্ডো (IPL Transfer Window) শুরু করেছে বিসিসিআই ৷ যে ট্রান্সফার উইন্ডোয় এবার ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে 10.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস থেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Shardul Thakur from Gujarat Titans to KKR) ৷ বদলে 20 লক্ষ টাকা ট্রান্সফার মানিতে আমন খান নামের এক আনক্যাপড প্লেয়ারকে কলকাতা থেকে নিয়েছে দিল্লি ৷

প্রসঙ্গত, 2023 আইপিএলে দু’দিন আগেই কেকেআরে প্রত্যাবর্তন করেছেন লকি ফার্গুসন ৷ গতবছর মেগা নিলাম থেকে তাঁকে কিনেছিল গুজরাত টাইটান্স ৷ এবার টাইটন্সদের থেকে কিউয়ি পেসার লকি ফার্গুসন এবং আফগান উইকেট-কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল শার্দূল ঠাকুরের নাম ৷

অন্যদিকে, দু’টো বড় ধাক্কা লাগল কেকেআর শিবিরে ৷ দুই বিদেশি প্যাট কামিন্স (Pat Cummins) এবং স্যাম বিলিংস (Sam Billings) আগামী বছর আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ৷ অজি টেস্ট অধিনায়ক টুইট করে সেকথা জানিয়েছেন ৷ মূলত আগামী বছর 50 ওভারের বিশ্বকাপ এবং অ্যাসেজ টুর্নামেন্টের পাশাপাশি, ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির কারণে কামিন্স নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ৷ কেকেআর ফ্র্যাঞ্চাইজি তাঁর যুক্তিকে মান্যতা দেওয়ায় ম্যানেজমেন্টকে ধন্যবাও জানিয়েছেন কামিন্স ৷

এদিন কামিন্স টুইটে লেখেন, ‘‘আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি ৷ যেখানে আগামী আইপিএলে আমি অংশ নিচ্ছি না ৷ আগামী 12 মাস টেস্ট এবং একদিনের ক্রিকেটের ঠাসা আন্তর্জাতিক সূচি রয়েছে ৷ তাই অ্যাসেজ সিরিজ এবং বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম নিতে চাই ৷’’ অন্য একটি টুইটে প্যাট কামিন্স কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্সকে অনেক ধন্যবাদ তাঁদের সহযোগিতার জন্য ৷ স্টাফ এবং খেলোয়াড়দের জন্য একটা অসাধারণ দল এবং আমি আশা করছি খুব দ্রুত আমি ফিরে আসব ৷’’

আরও পড়ুন:নাইট শিবিরে ফিরলেন ফার্গুসন, নেওয়া হল গুরবাজকেও

শুধু প্যাট নন ৷ এবারের আইপিএলে কেকেআর এর জার্সি পরে মাঠে নামবেন না ব্রিটিশ উইকেট-কিপার ব্যাটার স্যাম বিলিংস ৷ তিনিও ইংল্যান্ডের সামারে কাউন্টি ক্লাব কেন্টের হয়ে খেলার জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ টুইটে স্যাম লিখেছেন, ‘‘একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি ৷ আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নিচ্ছি না ৷ ইংলিশ সামারে কেন্ট কাউন্টির হয়ে ক্রিকেটের বড় ফরম্যাটে মনোসংযোগ করতে চাই ৷’’

পাশাপাশি, আইপিএল এর মঞ্চে কেকেআরের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন স্যাম বিলিংস ৷ এও জানিয়েছেন, নাইট শিবিরে কাটানো প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন ৷ সেই সঙ্গে খুব দ্রুত ফের কেকেআর এর সঙ্গে যুক্ত হবে বলেও আশাপ্রকাশ করেছেন ব্রিটিশ ক্রিকেটার ৷

ABOUT THE AUTHOR

...view details