পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SRK on KKR Win: মোতেরায় রুদ্ধশ্বাস জয়ে শাহরুখের টুইটবার্তা 'ঝুমে জো রিঙ্কু' - জয়ের পর কেকেআর টিমকে শুভেচ্ছা বার্তা শাহরুখের

আমেদাবাদের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর শাহরুখের শুভেচ্ছাবার্তা দলকে। টুইট করে উত্তরপ্রদেশের তরুণ রিঙ্কু সিংয়ের প্রশংসা করলেন কিং খান ৷

Etv Bharat
জয়ের পর কেকেআর টিমকে শুভেচ্ছা বার্তা শাহরুখের

By

Published : Apr 9, 2023, 10:56 PM IST

Updated : Apr 9, 2023, 11:04 PM IST

মুম্বই, 9 এপ্রিল: বাইশ গজে কীভাবে 'মুকাবলা' করতে হয় তা রবিবার বুঝিয়ে দিয়েছে শাহরুখ খানের কেকেআর টিম। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ে অবশ্যই সেরার মুকুট পরাতে হয় উত্তরপ্রদেশের তরুণ রিঙ্কু সিংকে। শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দিয়েছেন এই তরুণ তুর্কি। ম্যাচ শেষে গ্যালারিতে বসে থাকা কেকেআর-এর কো-অনার জুহি চাহলাও আনন্দ উচ্ছাস ধরে রাখতে পারেননি। এহেন পরিস্থিতিতে সকলেই নজর ছিল সোশাল মিডিয়ার দিকে। মুম্বই থেকে কিং খানের বার্তা কী আসে তা জানার জন্য। ঘন্টাখানেকের মধ্যেই এল বাদশার বিশেষ বার্তা। আজকে দলের 'পাঠান' যে রিঙ্কু, তা শাহরুখের টুইট থেকেই স্পষ্ট ।

কিং খান নিজের সোশাল মাধ্যমে টুইট করে লেখেন, "ঝুমে জো রিঙ্কু!!!" এরপরেই রিঙ্অকু, নীতিশ রানা, ভেঙ্কাটেশ আইয়ারকে ট্যাগ করে তাঁদের নিজের সন্তান বলে উল্লেখ করেন। বিশ্বাসের থেকে বড় কিছু হয় না, সেই বার্তাও দেন দলকে। এরপরে দলের সকলকে শুভেচ্ছা জানান বলিউড বাদশা শাহরুখ খান।

এর আগে কেকেআর-এর ম্যাচ ছিল ইডেন গার্ডেনে। সেখানে 2 বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষোড়শ মরশুমে প্রথম জয়ের স্বাদ পায় । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 81 রানের ব্যবধানে জয়লাভ করে শাহরুখের দল। সেদিন গ্যালারিতে দাঁড়িয়ে দলকে উৎসাহ জুগিয়েছিলেন শাহরুখ। ম্যাচ জেতার পরও ড্রেসিংরুমের সেই আনন্দ উচ্ছাস ছিল অব্যাহত। ক্রিকেটারদের অভিনন্দন জানাতে সাজঘরেও যান শাহরুখ। সেখানে সকলের সঙ্গেই আলাদা করে কথা বলেন কেকেআর কর্ণধার। এমনকি রিঙ্কুর সঙ্গেও খোশমেজাজে সময় কাটিয়েছিলেন কিং খান। বাঁ-হাতি ব্যাটারকে গান গাইতেও বলেছিলেন শাহরুখ। যদিও বাদশার অনুরোধ শুনেও গান গাননি রিঙ্কু, কারণ তিনি বাদশাকে জানিয়ে দিয়েছিলেন গান গাইতে তিনি পারেন না।

আরও পড়ুন: বিশ্বাস ছিল পারব, সেটাই করে দেখিয়েছি: রিঙ্কু

তারপর রবিবারে দলের দুর্ধর্ষ জয় এসেছে রিঙ্কুর বাজিমাতেই । ম্যাচের পর রিঙ্কু জানিয়েছেন, বিশ্বাস ছিল বলেই জিততে পেরেছি। আগামিদিনে আরও কঠিন হতে চলেছে লড়াই। কেকেআর দলের জয় নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

Last Updated : Apr 9, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details