আবুধাবি, 20 সেপ্টেম্বর: সোমবার মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করছে কলকাতা নাইট রাইডার্স ৷ কেকেআর-এর প্রথম প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আরসিবির বিরুদ্ধে মাঠে নামার আগে নাইটদের বিশেষ বার্তা দিলেন কেকেআর কো-অনার শাহরুখ খান ৷
রবিবারই মরু শহরে হয়েছে চতুর্থদ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চার মাস পর আইপিএল মঞ্চে দারুণভাবে শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ সোমবার নাইটের প্রতিপক্ষ আরসিবি ৷ অর্থাৎ আবুধাবির বাইশ গজে বিরাট কোহলি ও ইয়ন মরগ্যানের লড়াই ৷ দু'বছর পর ফের আইপিএলে মাঠে ফিরছে দর্শক ৷ সীমিত সংখ্যক দর্শকদের নিয়ে রবিবার থেকে মরু শহরে শুরু হয়েছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷
তবে এই লড়াইয়ের আগে সোশ্যাল মিডিয়ায় নাইটদের হয়ে একটি টিজার প্রকাশ করেন কেকেআর-এর সহকারী মালিক শাহরুখ ৷ ভিডিওতে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে নাইটদের দুই তারকা ক্রিকেটার শুভমন গিল ও আন্দ্রে রাসেলকে ৷ ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করা হয় ৷ যার ক্যাপশনে লেখা, "করব লড়ব জিতব রে !" ম্যাচের আগের দিন নাইটদের উদেশ্যে কিং খানের বার্তা, "মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করে। এই আকাশ তোমাদের।"
আরও পড়ুন:আরসিবির 'বিরাট' চ্যালেঞ্জ সামলাতে তৈরি নাইটরা, আত্মবিশ্বাসী ক্যাপ্টেন মরগ্যান
ভিডিওতে রাসেল, গিল ও প্রাক্তন ক্যাপ্টেন দীনেশ কার্তিককে ফিল্ডিং করতে দেখা গিয়েছে ৷ রয়েছে কেকেআর-সিএসকে ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে আউট করার দৃশ্য ৷ চলতি আইপিএল গত এপ্রিলে শুরু হয়েছিল ঘরের মাঠে ৷ কিন্তু করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট ৷ এই টুর্নামেন্ট মরু শহরে রবিবার থেকে ফের শুরু হয় ৷ কিন্তু ঘরের মাঠে প্রথম পর্বে নাইটদের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক ৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ জেতে কেকেআর ৷ আট দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সাত নম্বরে থেকে সোমবার আরসিবির বিরুদ্ধে নামছে নাইটরাইডার্স ৷