নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল’র দ্বিতীয় ধাপের খেলা চলছে ৷ যে টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের ভালভাবে প্রস্তুত হতে সাহায্য করছে বলেই মনে করেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সেই সঙ্গে এবারের আইপিএল’র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনাল দেখতে রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি এবং সচিবদের দুবাইতে আমন্ত্রণ জানালেন বিসিসিআই সচিব ৷ চিঠি দিয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সভাপতি এবং সচিবদের আমন্ত্রণ জানিয়েছেন শাহ ৷
সংবাদ সংস্থা এএনআই’র কাছে জয় শাহ’র লেখা সেই চিঠির কপি পৌঁছেছে ৷ যেখানে বোর্ড সচিব লিখেছেন, ‘‘আমি আপনাকে এই চিঠি লিখতে পেরে খুবই আনন্দিত ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার তার সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোচ্ছে এবং সবসময়ের মতো প্লে অফে কোয়ালিফাই করার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ৷ বাইরের বিশ্বের কাছে, এটি গত বছরের ঠিক পুনরাবৃত্তি মনে হতে পারে ৷ যখন বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের 13 তম সিজন আয়োজন করেছিল ৷ কিন্তু, একমাত্র বিসিসিআই এবং তার সহকারী রাজ্য সংস্থাগুলি জানে, আইপিএল’র 14 তম সিজন শেষ করতে কতটা পরিশ্রম করতে হয়েছে ৷’’
আরও পড়ুন :IPL 2021 MI vs PKBS : মরুদেশে রোহিতদের প্রথম জয়, কিংসদের 6 উইকেটে হারাল মুম্বই
জয় শাহ তাঁর ওই চিঠিতে প্রথম ধাপের আইপিএল-এ তৈরি হওয়া বাধার বিষয়টিকেও তুলে ধরেছেন ৷ সে প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘যখন মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গেছে, তখনই আমরা একটা বড় ধাক্কা খেলাম ৷ করোনার সংক্রমণের জেরে সাময়িক সময়ের জন্য আইপিএল-কে স্থগিত করে দিতে হয় ৷ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছিলাম ৷ এটা নিশ্চিত করতে যাতে আইপিএল তাঁর নিজের আসল ঘরে ফিরতে পারে ৷ কিন্তু, আমরা কখনই মনে করিনি যে, টুর্নামেন্টের মাঝে কারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসবে না ৷ তবে, আমাদের তরফে সবদিক থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল ৷ সকল নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও করোনা ভাইরাস বায়ো-বাবল ভেদ করে আইপিএল’র গণ্ডিতে প্রবেশ করেছিল ৷ আর তার জেরে আমরা বাধ্য হয়েছিলাম সবার স্বাস্থ্যের কথা ভেবে সাময়িকভাবে লিগকে স্থগিত করতে ৷’’
আরও পড়ুন : KKR WIN : 'দিল্লি জয়' করে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা
জয় শাহ তাঁর ওই চিঠিতে লিখেছেন, ‘‘বিসিসিআই তার সহকারী সংস্থাগুলির সঙ্গে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে ৷ আর তখনই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি যখন, সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়াল তাঁদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ৷’’ ওই চিঠিতেই আইপিএল-কে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন জয় শাহ ৷ তিনি জানিয়েছেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে, দ্বিতীয় দফার আইপিএল বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতি শিবিরের কাজ করছে ৷ সেই সঙ্গে ভারতীয় দলকেও যতটা সম্ভব প্রস্তুত করে দিচ্ছে ৷ এবার আমরা আমাদের প্লে অফ স্টেজ এবং আইপিএল’র ফাইনালের খুব কাছে চলে এসেছি ৷ আর তাই আমি আপনাদের সবাইকে সেই মুহূর্ত উপভোগ করার জন্য উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি ৷’’
আরও পড়ুন : Inzamam-Ul-Haq: অ্যানজিওপ্লাস্টির পর সুস্থ রয়েছেন ইনজি