দিল্লি, 19 ফেব্রুয়ারি : ঠিকমতো আন্তর্জাতিক ক্রিকেট সূচি তৈরি করতে না পারায় শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি ক্রিকেট বিশ্বে ৷ আইপিএলে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের প্রতি ফ্র্যাঞ্চাইজ়িগুলি আগ্রহ না দেখানোয় এমনই অভিযোগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে ৷
এনিয়ে দুই কিংবদন্তী ক্রিকেটার বলেন, প্রথমবার আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি দল শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখাল না ৷ এটা আরও আশ্চর্যজনক যে, যখন শ্রীলঙ্কা প্রথমবার তাদের টি-20 টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করল ৷ এনিয়ে সাঙ্গাকারা বলেন, ‘‘আমি মনে করি শ্রীলঙ্কান ক্রিকেটে এখন অনেক দুর্দান্ত ক্রিকেটাররা রয়েছেন ৷ কিন্তু, আমি মনে করি সবচেয়ে চিন্তার বিষয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনিশ্চিত ক্রিকেট সূচি ৷ যেখানে এটা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন যে, কোন খেলোয়াড়কে টুর্নামেন্টে দীর্ঘ সময়ের জন্য পাওয়া যাবে ৷ কারণ তাঁরা যে কোনও সময় আইপিএলের মাঝখান থেকে আন্তর্জাতিক সফরের জন্য বেরিয়ে যেতে পারেন ৷’’ বর্তমানে সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্ট হিসেবে কাজ করছেন ৷