পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা সুযোগ না পাওয়ায় হতাশ সাঙ্গাকারা-জয়বর্ধনেরা - শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

আইপিএলে কোনও শ্রীলঙ্কান খেলোয়াড়দের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি না যাওয়ায় হতাশা প্রকাশ করলেন প্রাক্তন দুই লঙ্কা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে ৷

sangakkara-jayawardene-lament-lack-of-sri-lankan-presence-in-ipl
আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সাঙ্গাকারা-জয়বর্ধনেরা

By

Published : Feb 19, 2021, 8:45 PM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : ঠিকমতো আন্তর্জাতিক ক্রিকেট সূচি তৈরি করতে না পারায় শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি ক্রিকেট বিশ্বে ৷ আইপিএলে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের প্রতি ফ্র্যাঞ্চাইজ়িগুলি আগ্রহ না দেখানোয় এমনই অভিযোগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে ৷

এনিয়ে দুই কিংবদন্তী ক্রিকেটার বলেন, প্রথমবার আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি দল শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখাল না ৷ এটা আরও আশ্চর্যজনক যে, যখন শ্রীলঙ্কা প্রথমবার তাদের টি-20 টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করল ৷ এনিয়ে সাঙ্গাকারা বলেন, ‘‘আমি মনে করি শ্রীলঙ্কান ক্রিকেটে এখন অনেক দুর্দান্ত ক্রিকেটাররা রয়েছেন ৷ কিন্তু, আমি মনে করি সবচেয়ে চিন্তার বিষয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনিশ্চিত ক্রিকেট সূচি ৷ যেখানে এটা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন যে, কোন খেলোয়াড়কে টুর্নামেন্টে দীর্ঘ সময়ের জন্য পাওয়া যাবে ৷ কারণ তাঁরা যে কোনও সময় আইপিএলের মাঝখান থেকে আন্তর্জাতিক সফরের জন্য বেরিয়ে যেতে পারেন ৷’’ বর্তমানে সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্ট হিসেবে কাজ করছেন ৷

আরও পড়ুন : আইপিএলের লাইম লাইটে কিছু অজানা প্রদীপ

অন্যদিকে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ‘‘এটা খুবই হতাশাজনক... আমার মনে হয় কিছু খেলোয়াড় তালিকায় ছিল, কিন্তু, এখানে জায়গা করে নেওয়া খুবই কঠিন ৷ কারণ আমরা 20টা জায়গা বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ করেছি ৷ আর যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব বোলার এবং অল রাউন্ডারদের দেওয়া হয়েছে ৷ আর শ্রীলঙ্কার কাছে বোলার ও অলরাউন্ডার তেমন মানের নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details