পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের, ছেলের জন্য কী লিখলেন মাস্টার ব্লাস্টার? - অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের

দু'বছর মাঠের বাইরে কাটানোর পর বাইশ গজে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন অর্জুন। রবিবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়েছে সচিন-পুত্রের। বছর তেইশের এই জোরে বোলার এদিন কলকাতার বিরুদ্ধে প্রথম ওভারেই বল করতে নামেন ৷ তাঁর এই নতুন যাত্রাপথে অভিনন্দন জানিয়েছেন বাবা সচিন ৷ ম্যাচের পরে ছেলের উদ্দেশে আবেগী বার্তা লিখেছেন সোশাল মিডিয়ায় ৷

IPL 2023
অর্জুনের অভিষেকে শুভেচ্ছাবার্তা বাবা সচিনের

By

Published : Apr 17, 2023, 8:36 AM IST

মুম্বই, 17 এপ্রিল:এক সময় সচিন তেন্ডুলকর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। অধিনায়কত্বও করেছেন ৷ 2008 থেকে 2013 পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়েই খেলেছেন মাস্টার-ব্লাস্টার। তারপর 10 বছরের ব্যবধান। ফের একবার ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখল এক তেন্ডুলকরকে। তাঁর নামে শুনল জয়ধ্বনিও । তবে এ ধ্বনি জুনিয়র তেন্ডুলকরের জন্য। গতকাল কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। স্বভাবতই আবেগে ভেসে গেলেন বাবা সচিন ৷ ছেলের উদ্দেশে শুভেচ্ছাবার্তা জানালেন সোশাল মিডিয়ায় ৷

সচিন লিখেছেন, "অর্জুন, আজকে তুমি একজন ক্রিকেটার হিসাবে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলে। তোমার বাবা হিসাবে আমার আজ খুব গর্ব হচ্ছে। আমার বিশ্বাস, তুমি আমার মতোই এই খেলাটাকে ভালোবাসবে । এই দায়িত্বের যোগ্য সম্মান দিতে পারবে। আমি এও জানি, তুমি এই জায়গাতে পৌঁছনোর জন্য কত কঠোর পরিশ্রম করেছ। আমি নিশ্চিত যে এই পরিশ্রম এবং প্র্যাকটিস তুমি চালিয়ে যাবে ৷ আগামী দিনে তোমার এই নতুন যাত্রা যাতে আরও ভালো হয় তার জন্য আমার শুভকামনা রইল।"

আরও পড়ুন:কেকেআরের মিশন মুম্বই, ওয়াংখেড়ে রবিবাসরীয় ডাবল হেডারে রোহিতদের সামনে নীতিশরা

ছেলের অভিষেক ম্যাচ গ্যালারি থেকে বসে দেখলেন সচিন তেন্ডুলকর। কিন্তু মাঠে না-নেমেও অর্জুনের সঙ্গে জুটি বেঁধে আইপিএলে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন সচিন-অর্জুন তেন্ডুলকর। এমন রেকর্ড গড়লেন যা এর আগে নেই আইপিএলের ইতিহাসে। দুই ভাই একসঙ্গে খেললেও কিন্তু আইপিএলের ইতিহাসে বাবা-ছেলের খেলা এই প্রথম। বাবা আইপিএল খেলছেন, তারপর ছেলেও আইপিএল খেললেন- এমন নজির এই প্রথম। আইপিএল ডেবিউ আবার একই দলের হয়ে। ফলে উইকেট না-পেলেও স্মরণীয় হয়ে থাকল অর্জুন তেন্ডুলকরের আইপিএল ডেবিউ। উল্লেখ্য, এবারের আইপিএলেও প্রথম তিন ম্যাচে অর্জুনকে মাঠে নামানো হয়নি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্জুনের অভিষেকের পূর্ণ সম্ভাবনা ছিল। কিন্তু মাঠে নামা হয়নি। অবশেষে কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে আইপিএল অভিষেক হল সচিন-তনয়ের।

ABOUT THE AUTHOR

...view details