মুম্বই, 17 এপ্রিল:এক সময় সচিন তেন্ডুলকর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। অধিনায়কত্বও করেছেন ৷ 2008 থেকে 2013 পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়েই খেলেছেন মাস্টার-ব্লাস্টার। তারপর 10 বছরের ব্যবধান। ফের একবার ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখল এক তেন্ডুলকরকে। তাঁর নামে শুনল জয়ধ্বনিও । তবে এ ধ্বনি জুনিয়র তেন্ডুলকরের জন্য। গতকাল কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। স্বভাবতই আবেগে ভেসে গেলেন বাবা সচিন ৷ ছেলের উদ্দেশে শুভেচ্ছাবার্তা জানালেন সোশাল মিডিয়ায় ৷
সচিন লিখেছেন, "অর্জুন, আজকে তুমি একজন ক্রিকেটার হিসাবে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলে। তোমার বাবা হিসাবে আমার আজ খুব গর্ব হচ্ছে। আমার বিশ্বাস, তুমি আমার মতোই এই খেলাটাকে ভালোবাসবে । এই দায়িত্বের যোগ্য সম্মান দিতে পারবে। আমি এও জানি, তুমি এই জায়গাতে পৌঁছনোর জন্য কত কঠোর পরিশ্রম করেছ। আমি নিশ্চিত যে এই পরিশ্রম এবং প্র্যাকটিস তুমি চালিয়ে যাবে ৷ আগামী দিনে তোমার এই নতুন যাত্রা যাতে আরও ভালো হয় তার জন্য আমার শুভকামনা রইল।"