কলকাতা, 19 এপ্রিল:কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক করেছিলেন অর্জুন তেন্ডুলকর ৷ আর তাঁর প্রথম আইপিএল উইকেট এল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ 23 বছরের অর্জুনের প্রথম আইপিএল উইকেটে খুশি বাবা সচিন ৷ টুইটারে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মাস্টার ৷ সেখানেই মজা করে সচিন লিখেছেন, "অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেলেন ৷" সানরাইজার্সের বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকর 2.5 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ তাঁর প্রথম আইপিএল শিকার ভুবনেশ্বর কুমার ৷
আইপিএল-এর প্রথম 2 ম্যাচে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেখান থেকে পরপর 3 ম্যাচে জয়ের ফলে আবারও ছন্দে 5 বারের আইপিএল জয়ী দল ৷ মঙ্গলবার রাতে সানরাইজার্সকে তাদের ঘরের মাঠ হায়দরাবাদে 14 রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ গতকালের এই জয়ে বড় ভূমিকা নিয়েছেন সচিন-পুত্র অর্জুন ৷ শেষ ওভারে 20 রান ডিফেন্ড করতে হত মুম্বইকে ৷ সেই সময় বাঁ-হাতি মিডিয়াম পেসার অর্জুন তেন্ডুলকরের হাতে বল তুলে দেন রোহিত ৷ উলটো দিকে তখন ব্যাটার আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার ৷ কিন্তু, নিরাশ করেননি অর্জুন ৷ ওই ওভারে মাত্র 5 রান দিয়ে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দেন তিনি ৷ পাশাপাশি, ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়ে হায়দরাবাদকে অল-আউট করেন ৷ অর্জুনের ওভারের দ্বিতীয় বলে রান আউট হন আব্দুল সামাদ ৷