পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

RR vs PBKS : মরু শহরে মহিপাল ঝড়, বড় রান রয়্যালসের - IPL 2021

দীপক হুডার এক ওভারে 24 রান নিলেন মহিপাল ৷ 16 তম ওভারে 6 বলে যথাক্রমে 6, 6, 4, 2, 2, 4 রান সংগ্রহ করেন তিনি। এর আগের ওভারেই আদিল রশিদকে পরপর 2টি ছক্কা হাঁকিয়েছিলেন মহিপাল। পঞ্জাবের হয়ে পাঁচ উইকেট অর্শদীপের ৷

RR vs PBKS
মরু শহরে মহিপাল ঝড়

By

Published : Sep 21, 2021, 9:33 PM IST

Updated : Sep 21, 2021, 10:04 PM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : আইপিএলে অভিষেকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন বাংলার ইশান পোড়েল ৷ রাজস্থান ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলেই রয়্যালস ক্যাপ্টেনকে ডাগ-আউটে ফেরান বাংলার পেসার। তবে এ সব ছাপিয়ে দর্শকদের নজর কাড়ল মরু শহরে মহিপাল লোমরোরে ব্য়াটিং তাণ্ডব ৷ মহিপাল ও জস্বশীর ব্যাটে পঞ্জাব কিংসের সামনে 186 রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান ৷

দীপক হুডার এক ওভারে 24 রান তোলেন মহিপাল ৷ ইনিংসে 16তম ওভারে 6 বলে যথাক্রমে 6, 6, 4, 2, 2, 4 রান সংগ্রহ করেন তিনি। এক আগের ওভারেই আদিল রশিদকে পরপর 2টি ছক্কা হাঁকিয়েছিলেন মহিপাল। শেষ 17 বলে চার ছক্কা ও 2টি বাউন্ডারির সাহায্যে 43 রান করে আউট হন তিনি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা মহিপালকে ফেরান অর্শদীপ সিং ৷ 18 তম ওভারের প্রথম বলে মার্করানের হাতে ধরা পড়েন লোমরোর।

এদিন টস হেরে প্রথম ব্যাটিং করে দারুণ শুরু করে রাজস্থান ৷ এভিন লুইস ও জস্বশী জসওয়াল ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে 54 রান যোগ করে দারুণ শুরু দেয় ৷ 21 বলে 36 রান করে লুইস আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন স্যামসন ৷ কিন্তু তাঁকে শুরুতেই ফেরান ইশান ৷ বছরের শুরুতেই নিলামে বাংলার এই পেসারকে কিনেছিল পঞ্জাব। এদিন শামির সঙ্গেই ঈশানকে খেলান পঞ্জাব কোচ অনিল কুম্বলে। অভিষেক ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকট নেন ঈশান।

আরও পড়ুন :পিছিয়ে থেকেও আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান

ক্যাপ্টেন দ্রুত ডাগ-আউটে ফিরলেও জসওয়াল ও লিয়াম লিভিংস্টোনের লড়াই রাজস্থান ইনিংসকে এগিয়ে নিয়ে যায় ৷ তবে লিভিংস্টোন ব্যক্তিগত 17 রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন মহিপাল ৷ শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং করে ঝড় তোলেন তিনি ৷ তবে মহিপাল আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে রয়্যালস ব্যাটিং ৷ মুলত চার জনের ব্যাটেই পঞ্জাবকে বড় রানের টার্গেট দেয় রাজস্থান ৷

পঞ্জাবের হয়ে বল হাতে শেষ দিকে নজর কাড়েন অর্শদীপ ৷ 4 ওভারে 32 রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন তিনি ৷ আর 21 রান দিয়ে তিনটি উইকেট নেন মহম্মদ শামি ৷ পঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএল-এর প্রথম পর্বে আট ম্যাচে আট উইকেট নিয়েছিলেন শামি। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়েন বাংলার পেসার। পঞ্জাবের হয়ে এদিন তিন উইকেট নিয়ে 50টি উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলেন শামি।

Last Updated : Sep 21, 2021, 10:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details