দুবাই, 21 সেপ্টেম্বর : আইপিএলে অভিষেকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন বাংলার ইশান পোড়েল ৷ রাজস্থান ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলেই রয়্যালস ক্যাপ্টেনকে ডাগ-আউটে ফেরান বাংলার পেসার। তবে এ সব ছাপিয়ে দর্শকদের নজর কাড়ল মরু শহরে মহিপাল লোমরোরে ব্য়াটিং তাণ্ডব ৷ মহিপাল ও জস্বশীর ব্যাটে পঞ্জাব কিংসের সামনে 186 রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান ৷
দীপক হুডার এক ওভারে 24 রান তোলেন মহিপাল ৷ ইনিংসে 16তম ওভারে 6 বলে যথাক্রমে 6, 6, 4, 2, 2, 4 রান সংগ্রহ করেন তিনি। এক আগের ওভারেই আদিল রশিদকে পরপর 2টি ছক্কা হাঁকিয়েছিলেন মহিপাল। শেষ 17 বলে চার ছক্কা ও 2টি বাউন্ডারির সাহায্যে 43 রান করে আউট হন তিনি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা মহিপালকে ফেরান অর্শদীপ সিং ৷ 18 তম ওভারের প্রথম বলে মার্করানের হাতে ধরা পড়েন লোমরোর।
এদিন টস হেরে প্রথম ব্যাটিং করে দারুণ শুরু করে রাজস্থান ৷ এভিন লুইস ও জস্বশী জসওয়াল ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে 54 রান যোগ করে দারুণ শুরু দেয় ৷ 21 বলে 36 রান করে লুইস আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন স্যামসন ৷ কিন্তু তাঁকে শুরুতেই ফেরান ইশান ৷ বছরের শুরুতেই নিলামে বাংলার এই পেসারকে কিনেছিল পঞ্জাব। এদিন শামির সঙ্গেই ঈশানকে খেলান পঞ্জাব কোচ অনিল কুম্বলে। অভিষেক ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকট নেন ঈশান।