পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: যশস্বী-দেবদূতের ব্যাটে বেঁচে রইল রয়্যালসের প্লে-অফের আশা

4 উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্লে-অফের প্রশ্নে ভেসে রইল রয়্যালস । পঞ্জাবের বিরুদ্ধে দু'বল বাকি থাকতে 187 রান তাড়া করে ম্যাচ জিতল গোলাপি বাহিনী ।

IPL 2023
বেঁচে রইল রয়্যালসের প্লে-অফের আশা

By

Published : May 20, 2023, 1:06 AM IST

ধরমশালা, 19 মে:যে দল হারবে তাদের বিদায় নিশ্চিত। যারা জিতবে চলতি আইপিএলে তাদের দৌড় লম্বা হবে কি না, জানা নেই । তবে প্লে-অফের দৌড়ে আরও কয়েকঘণ্টা টিকে থাকবে তারা । এমতাবস্থায় শুক্রবার ধরমশালায় লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস । ঘরের মাঠের জনসমর্থন নিয়ে লিগের শেষ ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে থাকা হল না প্রীতির পঞ্জাবের । 4 উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্লে-অফের প্রশ্নে ভেসে রইল রয়্যালস । দু'বল বাকি থাকতে 187 রান তাড়া করে ম্যাচ জিতল গোলাপি বাহিনী ।

অর্ধশতরান করে ব্যাট হাতে রয়্যালসের জয়ের দুই নায়ক যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পারিক্কল । 8টি চারের সাহায্যে 36 বলে 50 রান এল যশস্বীর ব্যাটে । 5টি চার এবং 3টি ছয়ে 30বলে 51 করলেন চলতি মরশুমে রয়্যালসের জার্সিতে অনিয়মিত পারিক্কল । দুই টপ অর্ডার ব্যাটার ছাড়াও রাজস্থানের জয়ের আরেক নায়ক ক্যারিবিয়ান পিঞ্চ হিটার শিমরন হেটমেয়ার । মাত্র 28 বলে ঝোড়ো 46 রান এল তাঁর ব্যাটে । যদিও অন্তিম ওভারে ছক্কা হাঁকিয়ে রয়্যালসের জয় নিশ্চিত করলেন ধ্রুব জুরেল ।

আরও পড়ুন:নাইটদের বিরুদ্ধে ইডেনে মোহনবাগান সমর্থকদের সঙ্গে চান ক্রুণাল

অ্যাওয়ে ম্যাচে টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন । প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ শিখর ধাওয়ান- সহ পঞ্জাবের টপ অর্ডার ব্যাটিং । স্যাম কারেন, জীতেশ শর্মা এবং শাহরুখ খানের ব্যাট প্রতিপক্ষকে কঠিন টার্গেট দেয় পঞ্জাব । কারেন অপরাজিত থাকেন 31 বলে 49 রানে । শাহরুখ খেলেন 23 বলে 41 রানের ক্যামিও । জীতেশ করেন 28 বলে 44 । সবমিলিয়ে 20 ওভারে 5 উইকেটে 187 রান তোলে পঞ্জাব । 40 রানে 3 উইকেট নেন নভদীপ সাইনি । 14 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করা রাজস্থানকে আপাতত তাকিয়ে থাকতে হবে মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতার ম্যাচের ফলাফলের উপর ।

ABOUT THE AUTHOR

...view details