পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: জয়পুরে 'সিংহ গর্জন' থামিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়্যালস - রাজস্থান রয়্যালস

ধোনিদের জয়ের দৌড় থামল রয়্যালসের কাছে । সোয়াই মান সিং স্টেডিয়ামে বৃহস্পতিবার বড় ব্যবধানে হারল সুপার কিংস । ম্যাচ জিতে ফের শীর্ষ সঞ্জু স্যামসন অ্যান্ড কোং ।

IPL 2023
ধোনিব্রিগেডের জয়ের দৌড় থামল রয়্যালসের কাছে

By

Published : Apr 28, 2023, 12:48 AM IST

Updated : Apr 28, 2023, 7:58 AM IST

জয়পুর, 28 এপ্রিল: টানা চতুর্থ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান পোক্ত করার লক্ষ্যে ছিল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, জয়ে ফিরে শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে ছিল রাজস্থান রয়্যালস । সবমিলিয়ে বৃহস্পতিবার এক টানটান ম্যাচ দেখার প্রত্যাশায় ছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম । কিন্তু টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নেমে পিঙ্ক সিটিতে মুখ থুবড়ে পড়ল মহেন্দ্র ধোনির চেন্নাই । টুর্নামেন্টে পঞ্চম জয় তুলে নিয়ে ফের আইপিএলের লিগ শীর্ষে চলে এল সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি । ইয়েলো ব্রিগেডকে 203 রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়ে 32 রানে ম্যাচ জিতে নিল রয়্যালস।

ওপেনার যশস্বী জয়সওয়াল এদিন ব্যাট হাতে গোলাপি ব্রিগেডের জয়ের নায়ক হলে বল হাতে হিরো অবশ্যই অ্যাডাম জাম্পা । টস জিতে ব্যাট করতে নেমে এদিন যশস্বীর ব্যাটেই রানের পাহাড় গড়ে রাজস্থান । 8টি চার এবং 4টি ছক্কা হাঁকিয়ে 43 বলে 77 রানের মহার্ঘ ইনিংস খেলেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী । দলের বড় রান গড়ার পিছনে উল্লেখযোগ্য অবদান রাখেন ধ্রুব জুরেলও । তিনি করেন 15 বলে 34। শেষদিকে দেবদূত পারিক্কলের 13 বলে ঝোড়ো 27 রান হোম টিমকে দু'শোর গণ্ডি পার করতে সাহায্য করে । 20 ওভারে 5 উইকেট হারিয়ে 202 রান তোলে রয়্যালস।

আরও পড়ুন:'হারের মতোই খেলেছি', নাইটদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ কোহলি

জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের 29 বলে 47 এবং শিবম দুবের অর্ধশতরানেও ম্যাচ বের করতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা । 33 বলে 52 রান আসে দুবের ব্যাটে । কিন্তু শেষদিকে বড় রান তাড়া করতে গিয়ে যোগ্য সঙ্গত পাননি বাঁ-হাতি ব্যাটার । 22 রান দিয়ে 3 উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা । 2টি উইকেট অশ্বিনের ঝুলিতে । 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রানে থেমে যায় সুপার কিংসের ইনিংস । ডাগ-আউটে বসে দলের হার দেখেন মাহি । এই জয়ের ফলে 8 ম্যাচে 10 নিয়ে শীর্ষে চলে গেল রাজস্থান । সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে তিনে চেন্নাই । দু'য়ে থাকা গুজরাত টাইটান্সের পয়েন্ট একই হলেও এক ম্যাচ কম খেলেছে তাঁরা ।

Last Updated : Apr 28, 2023, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details