পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: 555 দিন পর ফের 'বিরাট চ্যালেঞ্জ' নিলেন কোহলি - Royal Challengers Bangalore

আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি অসুস্থ । দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি । গত বছর আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি ।

Etv Bharat
555 দিন পর রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতৃত্বে কোহলি

By

Published : Apr 20, 2023, 3:38 PM IST

Updated : Apr 20, 2023, 4:19 PM IST

মোহালি, 20 এপ্রিল: 555 দিন । 13 হাজার 320 ঘণ্টা । মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রত্যাবর্তন হল বিরাট কোহলির । আরও স্পষ্টভাবে বললে, নেতা কোহলির । দেড়বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন বিরাট । আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি অসুস্থ থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি । তবে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাট করবেন ফ্যাফ ৷

2022 সালের শুরুতেই জাতীয় দলের নেতৃত্ব থেকে অব্যাহতি নেন বিরাট । সাদা বলে ক্রিকেটে দুই ফরম্যাটেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি । ওই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর সরে দাঁড়ান পাঁচদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও । গত বছর আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি ।

আরসিবির দায়িত্ব ছাড়লেও বিস্তর দলঘোলা হয়েছিল বিরাট জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় । কানাঘুষো শোনা গিয়েছিল, তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়াতেই অধিনায়কের পদ ছেড়েছেন বিরাট । যা পরে আরও বাড়িয়ে দেয় ভারতীয় ক্রিকেটের দুই সর্বকালের সেরা ক্রিকেটারের অভিযোগ, পালটা অভিযোগে । সৌরভ জানান, বিরাটকে নেতৃত্ব না-ছাড়ার জন্য অনুুরোধ করা হলেও তিনি তা শোনেননি । পরে অবশ্য 'বিরাট' অভিযোগে কোহলি জানিয়ে দেন, তাঁকে এ ধরনের কোনও অনুরোধ করা হয়নি । এমনকী এক পা বাড়িয়ে কোহলি আরও জানান, বোর্ডের কেউ এ বিষয়ে তাঁর সঙ্গে কোনও কথাই বলেননি ।

যেই ঘটনায় আরও ঘৃতাহুতি দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা । ব্যাঙ্গালোর-দিল্লি ম্যাচে ক্যাপিটালসের ডাগ-আউটের দিকে তাকিয়ে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল কোহলিকে । সেখানে তখন বসে দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের সঙ্গে করমর্দন করেননি তিনি । পালটা পরদিনই সোশাল মিডিয়ায় দাদাকে আনফলো করেন কোহলি । যাবতীয় বিতর্কের মধ্যেই নেতৃত্বে ফিরলেন রানমেশিন ।

আরও পড়ুন:জয়ের খোঁজে দিল্লিতে নাইটরা, ঘরের মাঠে অস্তিত্ব রক্ষার লড়াই সৌরভদের

Last Updated : Apr 20, 2023, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details