বেঙ্গালুরু, 2 এপ্রিল: ষোড়শ আইপিএল মরশুমে রবিবার দ্বিতীয় ডবল হেডার ৷ আর হাইভোল্টেজ রবিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ একদিকে ফাফ ডু'প্লেসি এবং অন্যদিকে রোহিত শর্মা ৷ তবে, আরসিবি শিবিরে সবার নজর থাকবে বিরাট কোহলির দিকে ৷ তিন বছর পর ঘরের মাঠে আইপিএল ম্যাচ খেলতে নামছে আরসিবি ৷ সেই সঙ্গে ছন্দে থাকা এক নতুন বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে আরসিবি সমর্থকরা ৷ পাশাপাশি, গতবার লিগ টেবিলে সবার নিচে থাকা মুম্বই ইন্ডিয়ান্সও জয় দিয়ে তাঁদের নতুন সিজন শুরু করতে মরিয়া হয়ে রয়েছে ৷
3 বছর পর ঘরের মাঠে বিরাট কোহলিকে ব্যাট হাতে নামতে দেখবেন আরসিবি সমর্থকরা ৷ যে ম্যাচ ঘিরে আরও বেশি উত্তেজনা, কারণ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ হাইভোল্টেজ ম্যাচে বিরাটের বিপক্ষ দলের অধিনায়ক রোহিত শর্মা ৷ মুম্বইয়ের 5 বারের আইপিএল জয়ের অন্যতম কান্ডারি তিনি ৷ ফলে লড়াইটা হবে সেয়ানে-সেয়ানে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের নেতৃত্বে রয়েছেন ফাফ ডু'প্লেসি ৷ গতবার আইপিএলে অধিনায়ক হিসেবে ডু'প্লেসির ভালোই গিয়েছে বলা যায় ৷ তাঁর নেতৃত্ব গত মরশুমে আরসিবি তিন নম্বরে শেষ করেছিল ৷
তবে, দুই দলেই এবার বেশ কিছু পরিবর্তন রয়েছে ৷ গতবার গ্লেন ম্যাক্সওয়েলকে আরসিবি সেভাবে পায়নি ৷ পাশাপাশি, নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল এবার আরসিবি শিবিরে রয়েছেন ৷ ভারতের পিচে ব্রেসওয়েল কী করতে পারেন, তা হায়দরাবাদে ওয়ান ডে সিরিজে দেখিয়ে দিয়েছেন কিউয়ি ক্রিকেটার ৷ 179 স্ট্রাইক রেটে 140 রান করে একার হাতেই প্রায় নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন তিনি ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট বাউন্ডারিতে ব্রেসওয়েলের থেকে তেমনি বিধ্বংসী ইনিংস আশা করবে টিম ম্যানেজমেন্ট ৷
আরও পড়ুন:মায়ার্স-উড যুগলবন্দিতে 'দিল্লি বধ' করে আইপিএল শুরু লখনউয়ের
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও গতবারের থেকে এবার বেশ গোছানো ৷ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ যেমন রয়েছে মুম্বই শিবিরে, তেমন ব্যাট হাতে ভরসা জোগাবেন ডেওয়াল্ড ব্রেভিস, ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড ৷ উল্লেখ্য, গতবছর মুম্বইয়ের সবচেয়ে দুর্বল দিক ছিল বোলিং ৷ এবার মুম্বই বোলিংয়ের নেতৃত্বে থাকবেন জোফরা আর্চার ৷ সঙ্গে ক্যামরন গ্রিন এবং টিম ডেভিডরা রয়েছেন ৷ ভারতীয় বোলারদের মধ্যে সামশ মুলানি এবং কুমার কার্তিকেয়া রয়েছেন ৷ সবমিলিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের মেলবন্ধন মুম্বই শিবিরে ৷