পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: চিন্নাস্বামীতে বিরাট শতরান, কোহলির 'রয়্যাল' ইনিংসে রানের পাহাড়ে ব্যাঙ্গালোর - চিন্নাস্বামী স্টেডিয়াম

আইপিএলের 16তম সিজনের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। বৃষ্টির কারণে ম্যাচ দেরি করে শুরু হয়েছে ৷

IPL 2023
মরণ বাঁচন ম্যাচ বেঙ্গালোরে

By

Published : May 21, 2023, 8:15 PM IST

Updated : May 21, 2023, 11:27 PM IST

বেঙ্গালুরু, 21 মে: বৃষ্টিভেজা ব্যাঙ্গালোরে বিরাট শো । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে । পরের ম্যাচেও তিন অঙ্কের গণ্ডি পেরল কোহলির ইনিংস । রানমেশিনের ব্যাটে ভর করে রানের পাহাড়ে চড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৷ রবীবাসরীয় ডাবল হেডারের দু'নম্বর ঘরের মাঠে মরণ-বাঁচন ম্যাচে নামছে ব্যাঙ্গালোর ৷ প্রতিপক্ষ গুজরাত ৷ যারা ইতিমধ্যেই প্লে-অফে কোয়ালিফাই করেছে ৷ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে ৷ সেক্ষেত্রে 20 ওভার ম্যাচ হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ান দলের অধিনায়কের ৷ সুতরাং, চিন্নাস্বামীতে রান তাড়া করবে গুজরাত।

13 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করেও প্লে-অফের টিকিট এখনও নিশ্চিত হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। বরং লিগের শেষ ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলিদের। সুতরাং, জিততেই হবে এমন শর্ত সামনে নিয়ে চিন্নাস্বামীতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটানসের বিরুদ্ধে সম্মুখসমরে আরসিবি। গুজরাত অবশ্য নিতান্ত চাপমুক্ত। কেন না গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই তিনটে দল আইপিএল 2023-এর প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে দিয়েছে ৷ শেষ চারের জন্য বাকি আর একটি জায়গা। তাই আরসিবির কাছে এটি ডু-অর-ডাই ম্যাচ। যদিও বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়েছে ৷

  • গুজরাত টাইটান্স একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি ও যশ দয়াল।

  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ

বিরাট কোহলি, ফ্যাফ ডু-প্লেসি (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, মাইকেল ব্রেসওয়েল, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, বিজয়কুমার বৈশাক ও মহম্মদ সিরাজ।

চিন্নাস্বামীতে বৃষ্টির লুকোচুরি চলছে ৷ তাই পিছিয়ে দেওয়া হয়েছিল টস। কর্মীরা অক্লান্ত প্ররিশ্রম করছেন মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য। চিন্নাস্বামীতে 7টা 45 মিনিটে অনুষ্ঠিত হয়েছে টস। ম্যাচ শুরু হয়েছে 8টা বেজে 24 মিনিটে।

Last Updated : May 21, 2023, 11:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details