মুম্বই, 31 মার্চ: আরসিবির বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ রবিবারের ম্যাচের আগে বড় চিন্তা মুম্বই শিবিরে ৷ অধিনায়ক রোহিত শর্মা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএল এর সব ম্যাচে খেলবেন না ৷ অন্তত পক্ষে 2-3 ম্যাচে পাওয়া যাবে না তাঁকে ৷ আর সেক্ষেত্রে মুম্বই শিবিরকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব ৷ জানা গিয়েছে, আসন্ন দুই আইসিসি ইভেন্টের আগে নিজের ওয়ার্ক লোড ম্যানেজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত ৷
এ নিয়ে 2 দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্নও করা হয়েছিল ৷ সেই সময় তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন । প্রশ্ন ঘুরিয়ে দেন কোচ মার্ক বাউচারের দিকে ৷ তবে, জানা গিয়েছে রোহিত নিজের সিদ্ধান্তের কথা মুম্বই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন ৷ কারণ, রোহিত শর্মার চোট প্রবণতা ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৷ এর আগে 2021 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও চোটের কারণে খেলতে পারেননি রোহিত ৷ আর আইপিএল ফাইনালের 10 দিনের মাথায় লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত ৷ আর অধিনায়ক রোহিতকে পুরোপুরি ফিট চায় টিম ম্যানেজমেন্ট ৷