অ্যাডিলেড, 8 নভেম্বর:হাতে আর মাত্র দুটো দিন । তারপর টি-20 বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত । তাঁর আগে প্র্যাকটিসে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Indian skipper got injured during practice session) । সূত্রের খবর, মঙ্গলবার অ্যাডিলেড ওভালে প্র্যাকটিসে ডান হাতে চোট পান ভারতীয় সমর্থকদের প্রিয় 'হিটম্যান'।
তবে চোট গুরুতর নয় বলেও টিম সুত্রে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷ আগে রোহিতের চোট যে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়ালেও টিম ম্যানেজমেন্টের সুত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয় ৷ সুতরাং সেমিফাইনালে ক্যাপ্টেনের মাঠে নামতে কোনও অসুবিধা নেই ৷