দুবাই, 19 সেপ্টেম্বর: রোহিত-ধোনি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ আর প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে হিটম্যান ৷ মাত্র তিনটি ছক্কা হাঁকাতে পারলেই ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে 400 ছক্কার মাইলস্টোনে পৌঁছবেন রোহিত শর্মা ৷ এর জন্য দরকার আর মাত্র তিনটি ছক্কা ৷ এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে রয়েছে 397টি ছয় ৷
আইপিএলে আগেই একাধিক রেকর্ড গড়েছেন হিটম্যান ৷ ক্যাপ্টেন হিসেবে পাঁচবার ট্রফি জিতে ইতিমধ্যেই বিরল নজির গড়েছেন রোহিত শর্মা ৷ গতবারও তাঁর নেতৃত্ব চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ এবার শুরুটা ভালে না-হলেও প্রথম লেগ শেষে চার নম্বরে রয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ ফের ইতিহাস গড়ার লক্ষ্যে রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিতের মুম্বই ইন্ডিায়ন্সের সামনে ধোনির চেন্নাই সুপার কিংস ৷ অর্থাৎ প্রথম ম্যাচেই মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই ৷