আবুধাবি, 11 সেপ্টেম্বর : ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় নির্ধারতি সময়ের চারদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গেলেন ভারতীয় দলে খেলা মুম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার ৷ ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়াও শনিবার চাটার্ড ফ্লাইটে আবুধাবি পৌঁছান জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব ৷
এদিন বিবৃতি দিয়ে রোহিত-বুমরাদের আবুধাবি পৌঁছনোর কথা জানায় মুম্বই ইন্ডিয়ান্স ৷ ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন জানানো হয়, ভারতীয় দলের তিন ক্রিকেটার রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য এদিন ব্যক্তিগত চার্টাড ফ্লাইটে আবুধাবি পৌঁছেছে ৷ এদের সঙ্গে ছিল তাঁদের পরিবারও ৷ এদিন সকালেই এরা আবুধাবি পৌঁছেছে ৷ আইপিএলের গাইডলাইন মেনে এদের প্রত্যেকেই ছ'দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ যা আজ থেকে শুরু হল ৷
ফ্র্যাঞ্চাইজির তরফে আরও জানানো হয়, ম্যাঞ্চেস্টার ছাড়ার আগে প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবে আবুধাবি পৌঁছনোর পর ফের প্রত্য়েকের আরটি-পিসিআর টেস্ট হয়েছে ৷ তাতেও প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷