পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rishabh Pant docked Match Fee : জরিমানা 'সাহসী' পন্থের, এক ম্যাচ নির্বাসিত আমরে - Rishabh Pant docked Match Fee

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগেও মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নেমেছিল দল ৷ এদিন অখেলোয়াড়োচিত আচরণের জন্য নির্বাসনে গেলেন সহকারী কোচ প্রবীণ আমরেও (Rishabh Pant docked his entire match fee) ।

Rishabh Pant
জরিমানা 'সাহসী' পন্থের

By

Published : Apr 23, 2022, 1:16 PM IST

মুম্বই, 23 এপ্রিল :বাটলার-ঝড়েনির্ধারিত 20 ওভারে 222 রান তুলেছিল রাজস্থান । ওয়ার্নার-সরফরাজ ব্যর্থ হলেও জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লিও ।শেষ ওভারে ঋষভ পান্থদের দরকার ছিল 36 রান । বল করতে আসেন ওবেড ম্যাকয় । প্রত্যেক বলে ছক্কা হাঁকাতে হবে, এমন সমীকরণে দাঁড়িয়ে প্রথম তিন বলে তিন ছক্কায় ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল । তারপরেই শুরু হয় চূড়ান্ত নাটক (Rishabh Pant docked his entire match fee) ।

তৃতীয় বল ফুলটস দেন ম্যাকয় । বল মাঠের বাইরে গেলেও নো-বলের দাবি জানাতে থাকেন দিল্লি ক্রিকেটাররা । ডাগ-আউট থেকেই তৃতীয় আম্পায়ারের দাবি জানান ঋষভ, ওয়ার্নাররা । যদিও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন আম্পায়ার নীতিন মেনন। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না-হওয়ায় দুই ব্যাটারকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন পন্থ । অধিনায়কের নির্দেশে মাঠ ছাড়তে উদ্যত হন পাওয়েল-কুলদীপ । কিন্তু তাঁদের আটকান আম্পায়ার ।

তারপরেই সবাইকে অবাক করে দলের বার্তা নিয়ে মাঠে ঢুকে আসেন ব্যাটিং কোচ প্রবীণ আমরে । আম্পায়ারদের সঙ্গে তর্কও জুড়ে দেন তিনি । শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে খেলা শেষ হয় । দিল্লি হারে 15 রানে । ম্যাচের পর ভুল স্বীকার করলেও নিজের সিদ্ধান্তেই অনড় পন্থ । দিল্লি অধিনায়ক বলেন, ''ওবেডের বলটা নো-বল ছিল । সিদ্ধান্ত ফের বিবেচনা করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো উচিৎ ছিল । ওই সময় নো-বল হলে তা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হতে পারত । আমি সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম । যদিও আমরা যেটা করেছি সেটা একেবারেই ঠিক নয় ।''

আরও পড়ুন : 'আরও কাছাকাছি', 'বিরাট' নজির থেকে মাত্র এক কদম দূরে বাটলার

অখেলোয়াড়োচিত আচরণের জন্য ইতিমধ্যেই পন্থের 100 শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছেন ম্যাচ-রেফারি । জরিমানার পাশাপাশি এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে প্রবীণ আমরেকেও । 50 শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে শার্দূল ঠাকুরেরও । এমনিতেই করোনা সংক্রমণে বিধ্বস্ত দিল্লি শিবির । আইসোলেসনে চলে গিয়েছেন কোচ রিকি পন্টিংও । সেক্ষেত্রে দলের অন্যতম সহকারী কোচের নির্বাসন হওয়ায় সমস্যা বাড়ল পন্থদের ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details