পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR in IPL 2022 : ম্যাচ নয়, হৃদয় জিতলেন নাইটদের নতুন সিংহ - Rinku Singh becomes new sensation of KKR after his heroics against LSG

এর আগে ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন রিঙ্কু সিংহ । এদিন তাঁর চওড়া ব্যাটেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল নাইটরা ৷ শেষপর্যন্ত তীরে এসে তরী ডুবলেও সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন নাইটদের নতুন সিংহ (Rinku emerged as one of the finest players in the KKR squad this year) ৷

IPL 2022 News
হৃদয় জিতলেন নাইটদের নতুন সিংহ

By

Published : May 19, 2022, 2:14 PM IST

মুম্বই, 19 মে : পঞ্চদশ আইপিএলের প্লে-অফ এবং কলকাতা নাইট রাইডার্সের মাঝে বাধা হয়ে দাঁড়াল মাত্র 2 রান ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডি'কক ঝড়ে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ম্যাককালামের ছেলেরা ৷ সেখান থেকে কলকাতাকে ম্যাচে ফেরান নীতিশ রানা-শ্রেয়স আইয়ার ৷ যদিও এদিন বাইশ গজে নাইটদের সিংহ হিসেবে উদয় হয়েছিলেন রিঙ্কু (Rinku Singh becomes new sensation of KKR) ৷

211 রান তাড়া করতে নেমে 150 রানে 6 উইকেট হারায় কেকেআর ৷ এদিন রাসেল ফেরার পরে জয়ের আশা নেই ভেবে যেই সমর্থকরা টিভি বন্ধ করে দিয়েছিলেন, বুধবার রাত থেকে তাঁরাই আফশোস করছেন রিঙ্কুর অতিমানবীয় ইনিংস দেখা হল না বলে ৷ 7 নম্বরে নেমে লখনউ বোলারদের তুলোধোনা করলেন উত্তরপ্রদেশেরই ব্যাটার ৷ 15 বলে 40 রানের ইনিংসে দলকে কার্যত জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন রিঙ্কু ৷ শেষপর্যন্ত 2 বলে 3 রান বাকি থাকা অবস্থায় দুরন্ত ক্যাচে তাঁকে ডাগ-আউটে ফেরান এভিন লুইস ৷ শেষ বলে বোল্ড হন উমেশ যাদব ৷

2018 থেকে কলকাতা শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরপ্রদেশের ব্যাটার । যদিও 55 লক্ষ টাকায় দলে ফেরা রিঙ্কু ডাগ-আউটেই বসে থাকেন বেশিরভাগ সময় । কোনও কোনও ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে মাঠে নেমেছেন । দুরন্ত কিছু ক্যাচও নিয়েছেন । কিন্তু ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন তিনি ।

তাঁর এদিনের ইনিংসের পর কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছে, আগামী কয়েক বছরে রিঙ্কু সিংহর উপর আরও বিনিয়োগ করবে নাইটরা ৷

আরও পড়ুন : 'ব্রাত্য' রিঙ্কুর ব্যাটেই প্লে-অফে ভেসে রইল নাইটরা

3 মে রয়্যালসদের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নেমেছিল কেকেআর ৷ ওইদিনও ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন ‘ব্রাত্য’ রিঙ্কুই ৷ 23 বলে 42 রানের ঝোড়ো ইনিংসে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন তিনি । এদিনও রিঙ্কুর ‘সিংহগর্জন’ শোনা গেল ৷ যদিও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে তীরে এসে তরী ডুবেছে বেগুনি জার্সিধারীদের ৷

ABOUT THE AUTHOR

...view details