পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Celebration of RCB Players : মুম্বইয়ের জয়ে প্লে-অফে আরসিবি, উচ্ছ্বাসে মাতলেন কোহলি, ম্যাক্সিরা - RCB confirms play offs after MI beat DC

রোহিতদের জয়ে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ ফলে চতুর্থ দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কলকাতার বিমানের টিকিট নিশ্চিত হয়েছে ৷ ফলে রাতেই টিম হোটেলে উল্লাস শুরু করে দিলেন কোহলি, ম্যাক্সওয়েলরা (RCB confirms play-offs after MI beat DC) ৷

RCB Players celebrating on Saturday
উচ্ছ্বাসে মাতলেন কোহলি, ম্যাক্সিরা

By

Published : May 22, 2022, 12:43 PM IST

মুম্বই, 22 মে : আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস । টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লিকে হারিয়েছে মুম্বই ৷ রোহিতদের জয়েই চতুর্থ দল হিসেবে কলকাতার বিমানের টিকিট নিশ্চিত হয়েছে ‘কোহলি অ্যান্ড কোং’-এর ৷ ফলে রাতেই টিম হোটেলে উল্লাস শুরু করে দিলেন ব্যাঙ্গালোরের খেলোয়াড়েরা (RCB confirms play-offs after MI beat DC) ৷

ম্যাচ শুরুর আগেই কোহলিরা জানিয়ে দিয়েছিলেন, শনিবারের ম্যাচে তাঁরাই রোহিতদের দ্বাদশ খেলোয়াড় ৷ ম্যাচের পরেও জয়ের নায়ক টিম ডেভিড জানিয়েছেন, ম্যাচের আগে তাঁকে একটি ছবি পাঠিয়েছিল আরসিবি অধিনায়ক ৷ ফ্যাফ ডু'প্লেসি ছাড়াও ওই ছবিতে ছিলেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ৷ তিন তারকারই গায়ে মুম্বইয়ের জার্সি ৷

শুধু তাই নয়, খেলা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় দলের প্রোফাইল পিকচার বদলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ লাল নয়, আরসিবির ওই ছবির রঙ ছিল নীল ৷ ফলে উদযাপনের সমস্ত উপকরণই প্রস্তুত ছিল ৷ রমণদীপ সিংয়ের চারের উইনিং স্ট্রোকের পরেই শুরু হয় উৎসব ৷

আরও পড়ুন : প্লে-অফেও ইডেনে বৃষ্টির ভ্রুকুটি, ম্যাচ ভেস্তে গেলে কী বলছে আইপিএলের নিয়ম ?

সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়দের উন্মাদনার সেই ছবি দিয়েছে আরসিবি ৷ নেটমাধ্যমে উচ্ছ্বাসের সেই ছবি দিয়েছেন বিরাট কোহলিও ৷

ABOUT THE AUTHOR

...view details