মুম্বই, 22 মে : আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস । টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লিকে হারিয়েছে মুম্বই ৷ রোহিতদের জয়েই চতুর্থ দল হিসেবে কলকাতার বিমানের টিকিট নিশ্চিত হয়েছে ‘কোহলি অ্যান্ড কোং’-এর ৷ ফলে রাতেই টিম হোটেলে উল্লাস শুরু করে দিলেন ব্যাঙ্গালোরের খেলোয়াড়েরা (RCB confirms play-offs after MI beat DC) ৷
ম্যাচ শুরুর আগেই কোহলিরা জানিয়ে দিয়েছিলেন, শনিবারের ম্যাচে তাঁরাই রোহিতদের দ্বাদশ খেলোয়াড় ৷ ম্যাচের পরেও জয়ের নায়ক টিম ডেভিড জানিয়েছেন, ম্যাচের আগে তাঁকে একটি ছবি পাঠিয়েছিল আরসিবি অধিনায়ক ৷ ফ্যাফ ডু'প্লেসি ছাড়াও ওই ছবিতে ছিলেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ৷ তিন তারকারই গায়ে মুম্বইয়ের জার্সি ৷