নয়াদিল্লি, 2 মে : ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার আর্থিক সাহায্য ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আজ ফ্র্যাঞ্চাইজির তরফে এ নিয়ে একটি টুইট করা হয়েছে ৷ মূলত অক্সিজেনের ঘাটতি মেটাতে সবরকম সাহায্য করা হবে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে ৷ এমনকি আসন্ন ম্যাচে বেঙ্গালুরুর ক্রিকেটাররা বিশেষ নীল জার্সি পরে খেলতে নামবেন ৷ সেই জার্সি নিলামে বিক্রি করে ওঠা টাকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে ৷
এ নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রকাশিত ভিডিয়ো বার্তায় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘‘বেঙ্গালুরু ও দেশের অন্যান্য শহরগুলিতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সাহায্য, বিশেষ করে অক্সিজেন সরবরাহের মতো জরুরি পরিষেবায় সাহায্য করবে আরসিবি ৷ সেই মতো এলাকা বাছাই করা হচ্ছে ৷ পাশাপাশি করোনা বিরুদ্ধে লড়াইয় আর্থিক সাহায্যও করা হবে ৷’’