পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

করোনা মহামারিতে সাহায্য ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর - নীল জার্সি

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার আর্থিক সাহায্য ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আজ বেঙ্গালুরুর তরফে বিরাট কোহলিকে দিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে এ কথা জানায় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ৷

rcb-on-sunday-pledged-financial-assistance-for-infrastructure-related-to-oxygen-support-in-indias-fight-against-the-covid-19
করোনা মহামারিতে সাহায্য ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

By

Published : May 2, 2021, 4:05 PM IST

নয়াদিল্লি, 2 মে : ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার আর্থিক সাহায্য ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আজ ফ্র্যাঞ্চাইজির তরফে এ নিয়ে একটি টুইট করা হয়েছে ৷ মূলত অক্সিজেনের ঘাটতি মেটাতে সবরকম সাহায্য করা হবে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে ৷ এমনকি আসন্ন ম্যাচে বেঙ্গালুরুর ক্রিকেটাররা বিশেষ নীল জার্সি পরে খেলতে নামবেন ৷ সেই জার্সি নিলামে বিক্রি করে ওঠা টাকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে ৷

এ নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রকাশিত ভিডিয়ো বার্তায় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘‘বেঙ্গালুরু ও দেশের অন্যান্য শহরগুলিতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সাহায্য, বিশেষ করে অক্সিজেন সরবরাহের মতো জরুরি পরিষেবায় সাহায্য করবে আরসিবি ৷ সেই মতো এলাকা বাছাই করা হচ্ছে ৷ পাশাপাশি করোনা বিরুদ্ধে লড়াইয় আর্থিক সাহায্যও করা হবে ৷’’

আরও পড়ুন :কায়রন পোলার্ডকে সর্বকালের সেরা মনে করেন পান্ডিয়া ভাইরা

কোহলি আরও জানিয়েছেন, বেঙ্গালুরু দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সবাই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আর্থিক তহবিল গঠন করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ৷ সেই প্রসঙ্গেই কোহলি বলেন, ‘‘আইপিএলের আসন্ন একটি ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচে নীল জার্সি পরে খেলবে ৷ যার মাধ্যমে সকল প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানানো হবে ৷ যাঁরা গত বছর থেকে বেশিরভাগ সময় পিপিই কিট পরে সামনে থেকে এই মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ৷’’ সেই নীল জার্সি পরবর্তী সময়ে নিলামে বিক্রি করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details