আবু ধাবি, 6 অক্টোবর: লক্ষ্য লিগ টেবিলে প্রথম দু'টি জায়গার একটি সুনিশ্চিত করা ৷ গত ম্যাচে প্লে-অফ নিশ্চিত করা বিরাট কোহলির আরসিবি বুধবার 13তম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদের ৷ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ম্যাচে সানরাইজার্সকে 141 রানে বেঁধে রাখল আরসিবি ৷ অর্থাৎ, পয়েন্টের নিরিখে ধোনিদের ছুঁতে কোহলিদের প্রয়োজন 142 রান ৷
তবে রয়-কেন জুটি ভরসা জোগালেও তার ফায়দা তুলতে ব্যর্থ হয় সানরাইজার্স ৷ অধিনায়ক আউট হওয়ার পর দীর্ঘায়িত হয়নি রয়ের ইনিংস ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 38 বলে 44 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ 15 ওভারে দলের রান তখন 4 উইকেটে 107 ৷ শেষের কয়েকটি ওভারে সেই অর্থে বিধ্বংসী হয়ে উঠতে পারেননি কোনও সানরাইজার্স ব্যাটসম্যানই ৷