মোহালি, 20 এপ্রিল: ব্যাট হাতে অর্ধশতরান, সেইসঙ্গে দলের জয় ৷ 555 দিন পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ফ্যাফ ডু'প্লেসি ব্যাট হাতে নামলেও প্রোটিয়া ক্রিকেটারের পরিবর্তে টস করতে নেমে এদিন অনুরাগীদের চমকে দিয়েছিলেন বিরাট ৷ টস হারলেও প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটিতেই মোহালিতে এদিন লেখা হয়ে থাকল বিরাট জয় ৷ বিরাট-ফ্যাফের অর্ধশতরানের পর বল হাতে দুরন্ত হয়ে উঠলেন মহম্মদ সিরাজ ৷ সবমিলিয়ে পঞ্জাব কিংসকে 24 রানে হারিয়ে পয়েন্ট তালিকায় একলাফে পাঁচে উঠে এল আরসিবি ৷
পঞ্জাবও এদিন মাঠে নেমেছিল শিখর ধাওয়ানকে ছাড়া ৷ গব্বরের পরিবর্তে প্রীতির দলকে এদিন নেতৃত্ব প্রদান করেন স্যাম কারেন ৷ টস জিতলেও এদিন ম্যাচের শুরু থেকেই পঞ্জাবের উপর জাঁকিয়ে বসে আরসিবি ৷ বিরাট-ফ্যাফের ওপেনিং জুটিতে 137 রানেই জয়ের গন্ধ পেয়ে যায় ব্যাঙ্গালোর ৷ তবে বিরাটের দলকে পাহাড় প্রমাণ রান তুলতে দেয়নি পঞ্জাব বোলাররা ৷ বিরাটের 47 বলে 59 এবং ডু'প্লেসির 56 বলে 84 ছাড়া দু'অঙ্কের রান পেরোননি বাকিরা ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 174 রান তোলে আরসিবি ৷ যা চ্যালেঞ্জিং হলেও কঠিন নয় ৷