আবুধাবি, 20 সেপ্টেম্বর : বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামার আগে নাইটদের তাতাতে বিশেষ বার্তা দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান ৷ তাতে কাজ হল ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার টস জিতে কেকেআর-এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কিন্তু নাইট বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 92 রানে শেষ হয়ে যায় আরসিবি ইনিংস ৷ বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র 19 ওভারেই অল-আউট হয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷
এপ্রিলে 2021 আইপিএলে ঘরের মাঠে স্বপ্নের শুরু করেছিল কোহলির আরসিবি ৷ প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছিল কোহলি অ্যান্ড কোং ৷ কেকেআর-এর বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল আরসিবি ৷ চেন্নাইয়ে প্রথম সাক্ষাতে নাইটদের বিরুদ্ধে 204 রান তুলেছিল বিরাটবাহিনী ৷ কিন্তু মরু শহরে নাইটদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং নিয়েও নিয়মিত উইকেট হারিয়ে একশো রানের গণ্ডিও ছুঁতে পারল না আরসিবি ৷ সৌজন্যে বরুণ ও রাসের দুরন্ত বোলিং ৷ 3 ওভারে মাত্র 9 রান খরচ করে তিন উইকেট তুলে নেন রাসেল ৷ আর 4 ওভারে হাত ঘুরিয়ে 13 রান দিয়ে তিনটি উইকেট নেন বরুণ ৷ এছাড়া লকি ফার্গুসন 2টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা একটি উইকেট নেন ৷