গুয়াহাটি, 5 এপ্রিল: অসমের মাটিতে আইপিএলে প্রথম ম্যাচ ৷ ঝোড়ো ইনিংসে বর্ষাপাড়া স্টেডিয়ামের দর্শকদের মাতালেন কিংস ওপেনাররা ৷ ডাগ-আউটে ফেরার আগে দুরন্ত হাফ-সেঞ্চুরি এল প্রভসিমরণ সিংয়ের ব্যাট থেকে ৷ মাত্র 34 বলে 60 রানের ইনিংস খেলেন পঞ্জাব ওপেনার ৷ জেসন হোল্ডারের বলে উইকেটের পিছনে আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও সাতটি বাউন্ডারি হাঁকান তিনি ৷ প্রভসিমরণকে সঙ্গ দেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ দুই ওপেনারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসের 198 রানের লক্ষ্যমাত্রা রাখে কিংস ৷
15 ওভারেই দেড়শো রানের গণ্ডি টপকে যায় প্রীতি জিন্টার দল ৷ প্রভসিমরণের পর অর্ধশতরান পূর্ণ করেন ক্যাপ্টেন ধাওয়ান ৷ তাঁর হাফ-সেঞ্চুরি আসে 36 বলে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারিতে ৷ দ্বিতীয় উইকেটে ধাওয়ান ও শর্মা মাত্র 25 বলে হাফ-সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে পঞ্জাবকে বড় রানের পথে এগিয়ে দেন ৷ 15 ওভারেই দেড়শো রানের গণ্ডি টপকে যায় কিংস ৷
শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে চার উইকেট 197 রান তোলে পঞ্জাব কিংস ৷ 86 রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যাপ্টেন ধাওয়ান ৷ 56 বলের ইনিংসে তিনটি ছক্কা ও 9টি বাউন্ডারি মারেন কিংস ক্যাপ্টেন ৷ 16 বলে 27 রানের ঝোড়ো ইনিংস খেলে জিতেশ শর্মা ৷ এছাড়া 10 বলে 11 রান করেন শাহরুখ খান ৷ রাজস্থান রয়্যালসের সেরা বোলিং রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারের ৷ অশ্বিন চার ওভারে 25 রান দিয়ে একটি এবং হোল্ডার 4 ওভারে 29 রান খরচ করে 2টি উইকেট নেন ৷