জয়পুর, 19 এপ্রিল: সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে নামছে রয়্যালসরা । ঘরের মাঠে টস জিতল রাজস্থান। মান সিং স্টেডিয়ামের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। নির্ধারিত 20 ওভারে 154 রান তুলল লখনউ ।
ব্যাট করতে নেমে ধীরে চলো নীতি নিয়েছেন কেএল রাহুল, কেইল মায়ার্স । প্রথম ওভার মেডেন হওয়ার পর হাত খোলার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি । ফলে অ্যাওয়ে ম্যাচে পাওয়ার প্লে'র সুবিধা নিতে পারল না লখনউ সুপার জায়ান্টস । 6 ওভার শেষে রাহুলদের স্কোরবোর্ডে উঠেছিল 36 রান । সেখান থেকে যদিও ঘুরে দাঁড়াল লখনউ । 32 বলে 39 রান করে ক্রিজ ছেড়েছেন কেএল রাহুল । অধিনায়কের এদিনের ইনিংস সাজানো 4টি চার ও 1টি ছয়ে ।
অন্যদিকে স্বপ্রতিভ আরেক ওপেনার কেইল মায়ার্স । প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটার । সোয়াই মান সিং স্টেডিয়ামে শুরুটা ভালো না হলেও তাঁর ব্যাটে ভর করেই বড় রানের লক্ষ্যে এগোচ্ছে সুপার জায়ান্টস । পিঞ্চ হিটারকে সঙ্গ দিচ্ছেন আয়ুষ বাদোনি ।