পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : সঞ্জু-হেটমেয়ারের বিধ্বংসী ব্যাটে রানের পাহাড়ে রাজস্থান - Jos Buttler becomes the first English batter to score 2000 IPL runs

প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে আইপিএলে 2000 রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন জস বাটলার (Jos Buttler becomes the first English batter to score 2,000 IPL runs) ৷

IPL 2022
সঞ্জু-হেটমেয়ারের বিধ্বংসী ব্যাটে রানের পাহাড়ে রাজস্থান

By

Published : Mar 29, 2022, 9:43 PM IST

Updated : Mar 29, 2022, 10:07 PM IST

পুনে, 29 মার্চ : ব্যাট হাতে বিস্ফোরক অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ শেষবেলায় ঝোড়ো ক্যামিও ইনিংস শিমরন হেটমেয়ারের ৷ রান পেলেন বাটলার-পাড়িক্কলও ৷ ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় আইপিএলের প্রথম ম্যাচে রানের পাহাড়ে রয়্যালসরা ৷ কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে 6 উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলল 210 রান (SRH need 211 runs to win against RR) ৷ যা এখনও পর্যন্ত এই আইপিএলে সর্বোচ্চ ৷

এ যাবৎ আইপিএলের সবক'টি ম্যাচেই টস জয়ী দল রান তাড়া করার পথে হেঁটেছে ৷ পুনেতে এদিন ব্যতিক্রম হননি সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসও ৷ যদিও হায়দরাবাদকে রানের বোঝা চাপিয়ে দিতে শুরু থেকেই আক্রমণের পথ বেছে নেয় রাজস্থান ৷ বাটলার-যশস্বীর ওপেনিং জুটিতে ওঠে 58 রান ৷ যশস্বী আউট হন 20 রানে ৷ বাটলার করেন 28 বলে 35 ৷ ইংরেজ ব্যাটারের ইনিংসে ছিল 3টি চার এবং 3টি বিরাট ছয় ৷

প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে আইপিএলে 2000 রানের এলিট ক্লাবেও এদিন প্রবেশ করেন জস (Jos Buttler becomes the first English batter to score 2,000 IPL runs) ৷ জস আউট হলেও রানের গতি থামেনি রয়্যালসদের ৷ মাত্র 6.5 ওভারে তৃতীয় উইকেটে 73 রান যোগ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন এবং দেবদূত পাড়িক্কল ৷ আরসিবির প্রাক্তনী 41রানে ফিরলেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু ৷ 3টি চার, 5টি ছয়ে 27 বলে 55 করেন রয়্যালস অধিনায়ক (Sanju Scores 55 runs from 27 balls) ৷

আরও পড়ুন : আবেশের শেষ ওভারে ব্যাক-টু-ব্যাক চার, অভিনবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হার্দিক

শেষদিকে 13 বলে 32 রানের ইনিংস খেলে দলের রান দু'শো পার করেন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার হেটমেয়ার ৷ রিয়ান পরাগ করেন 9 বলে 12 ৷ হায়দরাবাদের হয়ে 2টি করে উইকেট নেন উমরান মালিক এবং টি নটরাজন ৷ বাটলারের উইকেট নেওয়ার পাশাপাশি হায়দরাবাদের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং ভুবনেশ্বর কুমারের ৷ 4 ওভারে মাত্র 29 রান খরচ করেন ভুবি ৷

Last Updated : Mar 29, 2022, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details