দুবাই, 27 সেপ্টেম্বর : প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে মরু শহরে যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় সঞ্জু স্যামসনরা ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 155 রান তাড়া করে 33 রানে হারে রয়্যালসবাহিনী ৷ সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ ব্যাট করলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু ৷ তাঁর দুরন্ত ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের ৷ দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ এভিন লুইস ৷ মাত্র 6 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ অধিনায়ক সঞ্জু দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে ধামাকাদার শুরু করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি তরুণ ওপেনার জস্বশী জসওয়াল ৷ দু‘জনে পাওয়ার প্লে-তে 49 রান তোলেন ৷ দ্বিতীয় উইকেটে দু'জনে 43 বলে 50 রান যোগ করেন ৷ সঞ্জুর পাশাপাশি আক্রমণাত্ম ব্যাটিং করেন জস্বশীও ৷ কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিতে হয় তাঁকে ৷ নবম ওভারে সন্দীপ শর্মাকে ইন-আউট শটে ছক্কা হাঁকানোর পর উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড হন ৷