মুম্বই, 26 এপ্রিল : করোনা কালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর এই চলতি লিগে চোট আঘাত ও বায়ো বাবলের ক্লান্তিতে সবথেকে জর্জরিত রাজস্থান রয়্যালস ৷ মোট 8 বিদেশির মধ্যে 4 জনই দেশে ফিরে গেছেন ৷ হাতে আছে মাত্র 4 বিদেশি ৷ তাই লোনে ক্রিকেটার নেওয়ার আর্জি জানাল রাজস্থান রয়্যালস ৷
প্রথমে দলের তারকা পেসার জোফ্রে আর্চার চোটের কারণে ছিটকে যান ৷ তারপরই দলের আর এক বিদেশি ক্রিকেটার ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসও ছিটকে যান আইপিএলের আসর থেকে ৷ এরপর বায়ো বাবলের ক্লান্তি দেখিয়ে ইংল্যান্ড ব্যাটসম্যান লাইম লিভিংস্টোন ও অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই আইপিএল থেকে নাম তুলে নেন
এর ফলে এখনও পর্যন্ত মাত্র 5টি ম্যাচ খেলা রাজস্থানের হাতে মাত্র 4জন বিদেশি ক্রিকেটার আছে ৷ অর্থাৎ কোনও বিদেশি ক্রিকেটার চোট পেলে পরবর্তী হিসেবে নিতে দেশীয় ক্রিকেটার খেলাতে হবে সঞ্জু স্যামসনের দলকে ৷ বর্তমানে তাঁদের হাতে আছেন জস বাটলার, ক্রিস মরিস, ডেভিড মিলার ও মুস্তাফিজুর রহমান ৷