পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাতে মাত্র 4, লোনে বিদেশি ক্রিকেটারের খোঁজে রাজস্থান

প্রথমে দলের তারকা পেসার জোফ্রে আর্চার চোটের কারণে ছিটকে যান ৷ তারপরই দলের আর এক বিদেশি ক্রিকেটার ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসও ছিটকে যান আইপিএলের আসর থেকে ৷

Rajasthan Royals
Rajasthan Royals

By

Published : Apr 26, 2021, 9:08 PM IST

মুম্বই, 26 এপ্রিল : করোনা কালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর এই চলতি লিগে চোট আঘাত ও বায়ো বাবলের ক্লান্তিতে সবথেকে জর্জরিত রাজস্থান রয়্যালস ৷ মোট 8 বিদেশির মধ্যে 4 জনই দেশে ফিরে গেছেন ৷ হাতে আছে মাত্র 4 বিদেশি ৷ তাই লোনে ক্রিকেটার নেওয়ার আর্জি জানাল রাজস্থান রয়্যালস ৷

প্রথমে দলের তারকা পেসার জোফ্রে আর্চার চোটের কারণে ছিটকে যান ৷ তারপরই দলের আর এক বিদেশি ক্রিকেটার ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসও ছিটকে যান আইপিএলের আসর থেকে ৷ এরপর বায়ো বাবলের ক্লান্তি দেখিয়ে ইংল্যান্ড ব্যাটসম্যান লাইম লিভিংস্টোন ও অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই আইপিএল থেকে নাম তুলে নেন

এর ফলে এখনও পর্যন্ত মাত্র 5টি ম্যাচ খেলা রাজস্থানের হাতে মাত্র 4জন বিদেশি ক্রিকেটার আছে ৷ অর্থাৎ কোনও বিদেশি ক্রিকেটার চোট পেলে পরবর্তী হিসেবে নিতে দেশীয় ক্রিকেটার খেলাতে হবে সঞ্জু স্যামসনের দলকে ৷ বর্তমানে তাঁদের হাতে আছেন জস বাটলার, ক্রিস মরিস, ডেভিড মিলার ও মুস্তাফিজুর রহমান ৷

একটি ক্রীড়া সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালস বাকি ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটার লোনে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী, লোন উইন্ডো খোলে লিগের 20তম ম্যাচের দিন সকাল 9টা থেকে ৷ এবং লিগের 56 তম ম্যাচের দিন দুপুরে লোন উইন্ডো বন্ধ হয়ে যায় ৷

আরও পড়ুন : ভয়াবহ করোনা পরিস্থিতি, ভারতের হয়ে প্রার্থনা বাবর আজমের

লিগের 20তম ম্যাচটি খেলা হয়েছে রবিবার, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ৷ সুপার ওভারে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস ৷

ABOUT THE AUTHOR

...view details