পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MI vs RR : বিধ্বংসী বাটলার, ইংরেজ ব্যাটারের সেঞ্চুরিতে মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে রাজস্থান - Mumbai Indians vs Rajasthan Royals in IPL 2022

চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি এল জস বাটলারের ব্যাট থেকে ৷ যোগ্য সঙ্গত দিলেন হেটমায়ার, স্যামসনরা (MI vs RR in IPL 2022) ৷ তাঁদের দাপটে রানের পাহাড় গড়ল রাজস্থান রয়্য়ালস ৷ 193 রানে থামল সঙ্গকারার ছেলেরা ৷

IPL
মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে রাজস্থান

By

Published : Apr 2, 2022, 5:34 PM IST

Updated : Apr 2, 2022, 9:41 PM IST

মুম্বই, 2 এপ্রিল : ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল রাজস্থান রয়্য়ালস ৷ সৌজন্যে জস বাটলার ৷ চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি এল ইংরেজ ব্যাটারের ব্যাট থেকে ৷ পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ব্যাট করলেন সিমরন হেটমায়ারও ৷ তাঁদের দাপটেই 193 রানে থামল সঞ্জু স্যামসনদের ইনিংস (Mumbai Indians vs Rajasthan Royals in IPL 2022) ৷

বেন স্টোকসের পর দ্বিতীয় ইংরেজ ক্রিকেটার হিসেবে আইপিএলে একাধিক সেঞ্চুরির মালিক হলেন বাটলার ৷ এদিন তাঁর 68 বলে 100 রানের ইনিংসে ছিল 5টি ছয় এবং 11টি চার ৷ 21 বলে 30 রান করলেন সঞ্জু স্যামসন ৷ 14 বলে 35 রান এসেছে ক্যারিবিয়ান পিঞ্চ হিটার হেটমায়ারের ব্যাট থেকে ৷ বাকি কারও ব্যাট থেকেই দু'অঙ্কের রান আসেনি ৷ তিনটি করে উইকেট এসেছে জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলসের ঝুলিতে ৷

আরও পড়ুন : ধ্বংসাত্মক ব্যাটিংয়ে তৃপ্ত শাহরুখও, ম্যাচ শেষে মাতলেন রাসেল বন্দনায়

দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতবছরও আইপিএলে বাটলার সেঞ্চুরি করেন । 64 বলে 124 ওই ইনিংসই টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড তারকার প্রথম সেঞ্চুরি ছিল । গতবছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানও ছিলেন তিনি । 16তম ব্যাটার হিসেবে আইপিএলের মঞ্চে একটির বেশি সেঞ্চুরি এল বাটলারের ব্যাট থেকে ৷

Last Updated : Apr 2, 2022, 9:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details