পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: নিজামের শহরে মরু-ঝড় ! চাহালের ঘূর্ণিতে বড় জয়ে অভিযান শুরু রাজস্থানের - IPL

চাহালের ঘুর্ণিতে 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 131 রানেই থামল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস । 72 রানের বিশাল ব্যবধানে প্রথম ম্যাচ পকেটে পুরে নিল সঞ্জু অ্যান্ড কোং ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 2, 2023, 7:56 PM IST

Updated : Apr 2, 2023, 8:52 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল:ব্যাটারদের পাশাপাশি রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে সফল পিঙ্ক সিটির বোলাররাও । নিজামের শহরে দাপট দেখাল পিঙ্ক সিটি । যুজবেন্দ্র চাহালের ঘুর্ণিতে 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 131 রানেই থামল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস । 72 রানের বিশাল ব্যবধানে প্রথম ম্যাচ পকেটে পুরে নিল সঞ্জু অ্যান্ড কোং ।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এদিন অভিষেক করলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ গতবার পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে ব্যর্থ ময়ঙ্কেই এবছর ভরসা রেখেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি টিম ৷ এদিন মাত্র 27 রানেই ক্রিজ ছাড়লেন ভারতীয় ব্যাটারা । তথৈবচ পারফর্ম্যান্স অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠীরও ৷ গত সিজনে ভালো খেলা দুই ব্যাটারই এদিন ব্যর্থ ৷ দু'জনের কেউই খাতাই খুলতে পারেননি । মিডল অর্ডারে থাকছেন ইংল্যান্ডের নয়া সেনশেসন হ্যারি ব্রুকের ওপরে ভরসা রেখেছিল দল ৷ তিনি ডাগ আউটে ফেরেন ব্যক্তিগত 13 রানের মাথায় ।

ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, জেসন হোল্ডারের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যোগ দিয়েছিলেন নভদ্বীপ সাইনি । তিনি উইকেট না-পেলেও দলের প্রথম পাঁচ বোলার রীতিমতো ময়ঙ্ক আগরওয়ালদের নাভিশ্বাস তুলে দিলেন । বোল্টের দাপটে শুরুতেই অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠীকে হারায় সানরাইজার্স । দলের খাতা খোলার আগেই দুই নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে কার্যত ম্যাচ থেকে হারিয়ে যায় ভুবি অ্যান্ড কোং ।

টপ-অর্ডারের আক্রমণাত্মক ব্যাটে ভর করে প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 203 রান তুলেছিল রয়্যালসরা ৷ পাওয়ার প্লে-তে জস বাটলার (22 বলে 54 রান), মিডল ওভারে যজস্বী জয়সওয়াল (37 বলে 54) এবং সঞ্জু স্যামসন (32 বলে 55) দলের রান এগিয়ে নিয়ে যান ৷ হায়দরাবাদের পাটা উইকেটে রাজস্থানকে 200 রানের গণ্ডি পেরনো থেকে আটকাতে পারেনি সানরাইজার্সরা ৷

আরও পড়ুন: 15 বছরে আইপিএল ! ফিরে দেখা ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা মুহূর্ত

Last Updated : Apr 2, 2023, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details