পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: সঞ্জুর ক্যাপ্টেনস নকে সঙ্গত হেটমায়ারের, মোতেরায় গুজরাত 'বধ' রাজস্থানের - রাজস্থান রয়্যালস

মোতেরায় ভয়ংকর সঞ্জু স্যামসন-শিমরন হেটমায়ার । ইন্দো-ক্যারিবিয়ান জুটির দাপটে গুজরাত টাইটান্সকে হারাল রাজস্থান রয়্যালস ।

IPL 2023
মোতেরায় গুজরাত 'বধ' রাজস্থানের

By

Published : Apr 17, 2023, 12:40 AM IST

Updated : Apr 17, 2023, 7:44 AM IST

আমেদাবাদ, 17 এপ্রিল:ফ্র্যাঞ্চাইজি লিগে মরুশহরের দাপট চলছেই । মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত সঞ্জু স্যামসন । অধিনায়কের মারকাটারি ইনিংসে যোগ্য সঙ্গত করলেন শিমরন হেটমায়ার । ইন্দো-ক্যারিবিয়ান জুটির দাপটে হার্দিক পান্ডিয়াদের ঘরের মাঠে গিয়ে গুজরাত টাইটান্সকে হারাল রাজস্থান রয়্যালস ।

ডেভিড মিলারের ব্যাটে ভর করে রাজস্থানকে 178 রানের লক্ষ্য দিয়েছিল গুজরাত টাইটান্স । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন মরুশহরের দুই ওপেনার । মাত্র 1 রানে ক্রিজ ছাড়েন যশস্বী জয়সওয়াল । হার্দিক পান্ডিয়ার বলে তাঁকে তালুবন্দি করেন শুভমন গিল । এদিন খাতাই খুলতে পারেননি জস বাটলার । ইংরেজ ব্যাটারকে ফেরান মহম্মদ শামি । সেখান থেকে ল়ড়াইটা শুরু করেন দেবদূত পাড্ডিকল ও সঞ্জু স্যামসন । 25 বলে 26 রান করে পাড্ডিকল ক্রিজ ছাড়লেও মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভয়ংকর হয়ে ওঠেন রাজস্থান অধিনায়ক ।

বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে সঞ্জুর ইনিংস সাজানো 6টি ছয় ও 3টি চারে । অধিনায়কের এদিনের সংগ্রহ 32 বলে 62 রান । স্যামসনকে যোগ্য সঙ্গত করেন শিমরন হেটমায়ার । ক্যারিবিয়ান পাওয়ার হিটারের ব্যাটে এসেছে 26 বলে 52 রানের ইনিংস । বিস্ফোরক ইনিংস সাজানো 5টি ছয় ও 2টি চারে । দুই ব্যাটারের সৌজন্যেই আকাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান ।

খেলাটা শেষ করেন রবিচন্দ্রন অশ্বিন (3 বলে 10) ও ধ্রুব জুরেবল (10 বলে 18) । এদিনও রান পাননি রিয়ান পরাগ । অসম বয়ের অবদান মাত্র 5 রান । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি । এই নিয়ে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান । 5 ম্যাচে 4টি জয়ে তাদের সংগ্রহ 8 পয়েন্ট । এই ম্যাচ হেরে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বরে গুজরাত ।

আরও পড়ুন: গুয়াহাটিতে রয়্যালস রাজস্থানই, দ্বিতীয় ম্যাচে মাঠ মাতাল 'ঘরের ছেলে'রা

Last Updated : Apr 17, 2023, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details