আমেদাবাদ, 17 এপ্রিল:ফ্র্যাঞ্চাইজি লিগে মরুশহরের দাপট চলছেই । মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত সঞ্জু স্যামসন । অধিনায়কের মারকাটারি ইনিংসে যোগ্য সঙ্গত করলেন শিমরন হেটমায়ার । ইন্দো-ক্যারিবিয়ান জুটির দাপটে হার্দিক পান্ডিয়াদের ঘরের মাঠে গিয়ে গুজরাত টাইটান্সকে হারাল রাজস্থান রয়্যালস ।
ডেভিড মিলারের ব্যাটে ভর করে রাজস্থানকে 178 রানের লক্ষ্য দিয়েছিল গুজরাত টাইটান্স । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন মরুশহরের দুই ওপেনার । মাত্র 1 রানে ক্রিজ ছাড়েন যশস্বী জয়সওয়াল । হার্দিক পান্ডিয়ার বলে তাঁকে তালুবন্দি করেন শুভমন গিল । এদিন খাতাই খুলতে পারেননি জস বাটলার । ইংরেজ ব্যাটারকে ফেরান মহম্মদ শামি । সেখান থেকে ল়ড়াইটা শুরু করেন দেবদূত পাড্ডিকল ও সঞ্জু স্যামসন । 25 বলে 26 রান করে পাড্ডিকল ক্রিজ ছাড়লেও মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভয়ংকর হয়ে ওঠেন রাজস্থান অধিনায়ক ।