পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ মাহির লড়াই, তীরে এসে তরী ডুবল চেন্নাইয়ের - রবিচন্দ্রন অশ্বিন

দিল্লি ম্যাচের ফর্ম ধরে রাখল রাজস্থান। ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে দিলেন সঞ্জু স্যামসনরা । শেষ দিকে দলকে জেতানোের মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন আইপিএলের 200তম ম্যাচ খেলতে নামা মহেন্দ্র সিং ধোনি ।

IPL 2023
চেন্নাইকে হারাল রাজস্থান

By

Published : Apr 13, 2023, 6:17 AM IST

Updated : Apr 13, 2023, 6:24 AM IST

চেন্নাই, 13 এপ্রিল: বর্ষাপাড়ায় শেষ ম্যাচে দিল্লি 'বধ' করেছিল রাজস্থান রয়্যালস । চিন্নাস্বামী স্টেডিয়ামেও সেই ফর্মই ধরে রাখল মরুশহর । ঘরের মাঠে গিয়ে চেন্নাই সুপার কিংসকে 3 রানে হারাল রয়্যালসরা । সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের অনবদ্য পারফরম্যান্স । ইয়েলো আর্মির প্রাক্তনীর লড়াইয়েই ম্লান হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দুরন্ত লড়াই ।

রাজস্থানের দেওয়া 176 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় সিএসকে । 10 বলে 8 রান করে সন্দীপ শর্মার বলে ক্রিজ ছাড়েন চেন্নাইয়ের ওপেনার । সেখান থেকে লড়াইটা শুরু করে ডেভন কনওয়ে-অজিঙ্কা রাহানে জুটি । 19 বলে ঝোড়ো 31 রান করেন রাহানে । কনওয়ের ব্যাটে আসে 38 বলে 50 রানের ইনিংস ।

জুটি ভেঙে সিএসকে'কে প্রাথমিক ঝটকা দেন রবিচন্দ্রন অশ্বিন । কনওয়েকে ফেরান যুজবেন্দ্র চহাল । তারপরেই পরপর ফেরেন শিবম দুবে (9 বলে 8), মইন আলি (10 বলে 7) ও অম্বাতি রায়াডু (2 বলে 1) । পালটা লড়াই চালান মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা । 15 বলে 25 করেন জাড্ডু । ধোনির ব্যাটে আসে 17 বলে 32 রানের ইনিংস । যদিও দু'জনের ব্যাট কথা বললেও লক্ষ্যমাত্রার 3 রান আগেই থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস ।

এদিকে, টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান। ওপেনার যশ্বসী জওসয়াল দলকে নির্ভরতা দিতে ব্যর্থ হন । তবে জস ব্যাটলারের ইনিংসের সৌজন্যে শুরুটা ভালোই হয় রাজস্থানের । এরপর রবীচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে সিমরন হেটমায়াররা রাজস্থানের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই দু'জনেরই ব্যাট থেকে আসে 30 রান। শেষমেশ ম্যাচ জিতলেও রাজস্থানকে অবশ্যই চিন্তায় রাখবে তাদের অধিনায়কের ফর্ম । এদিন জাদেজার বলে কোনও রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন সঞ্জু।

আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে জোরদার অনুশীলন রিঙ্কু-রানাদের

Last Updated : Apr 13, 2023, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details